বাংলার খবর
একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে BDO-কে ডেপুটেশন বাম সমর্থকদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৩০ দফা দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন জমা দিলেন সিপিআইএম কর্মীরা (CPIM)। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দাস ব্লকের বিডিও অফিসের সামনে জমায়েত হন বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনগুলি।
জানা গিয়েছে, বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠন গুলির যৌথ মঞ্চের উদ্যোগে এদিন তাঁরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মোট ৩০ দফার ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি , সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজ দিতে হবে। ১০০ দিনের কাজে যে সব শ্রমিকদের বেতন বাকি রয়েছে অবিলম্বে তাঁদের সেই বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে। সকল সাধারণ মানুষদের সরকারি ঘর দিতে হবে।
আরও পড়ুন: রাঁচি থেকে গ্যাংটকে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে বাস, আহত ২২ পড়ুয়া
জানা গিয়েছে, এই ধরনের মোট ৩০ দফা দাবি নিয়ে ইন্দাস বিডিওকে তাঁরা ডেপুটেশন জমা দেন। এদিন তাঁদের প্রতিনিধি দল দাবি-দাওয়ার সম্বলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেন। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে কয়েকশো সিপিআইএম কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিলেন । সিপিআইএম নেতা অসীম দাস জানান, তাঁদের এই দাবি-দাওয়া না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।