বাংলার খবর
বয়স মাত্র আড়াই বছর, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অসাধারণ স্মৃতিশক্তির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বাঁকুড়ার ছাতনা ব্লকের চক্রবর্তী পাড়ার আড়াই বছরের খুদে প্রিয়মের। এই আড়াই বছরের খুদের ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নেবার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার এলাকাজুড়ে। খুশিতে আপ্লুত বাবা-মা।
আড়াই বছরের প্রিয়মের কীর্তিতে মুগ্ধ সকলেই। এখনো স্পষ্টভাবে কথা ফোটেনি তবে আধো-আধো কথাতেই অনায়াসে বলে ফেলল আমাদের ভারতের জাতীয় সংগীত। জেনারেল নলেজ ঠিক যেন ঠোঁটের গড়ায় ছোট্ট প্রিয়মের। এই খুদে ভারতের সমস্ত রাজ্যের নাম ১ মিনিট ৮ সেকেন্ডে ঝড়ের গতিতে বলে ফেলে। যা শুনলে অবাক হবেন আপনিও। শুধু এসবেই নয় এই খুদের জেনারেল নলেজের সবকিছুই যেন ঠোঁটের ডগায়।
বাবা প্রতীক চক্রবর্তী পেশায় ডিস্ট্রিবিউটরের কাজ করেন। মা সুপর্ণা চক্রবর্তী গৃহবধূ। আড়াই বছরের এই ক্ষুদে কিভাবে এতকিছু আয়ত্ত করে নিয়েছে সেই প্রসঙ্গে তার বাবা প্রতীক চক্রবর্তী বলেন ও মনে রাখতে পারে সব। এরপরই ছেলেকে ঘরে মুখে-মুখে পড়াতে শুরু করেন প্রিয়মের মা সুপর্ণা চক্রবর্তী। তবে ছেলে যে এত তাড়াতাড়ি এত কিছু আয়ত্ত করে নিতে পারবে তা তিনিও কল্পনা করতে পারেননি। ১ থেকে ১০০ সোজা ও উলটো গণনা, নামতা, রাজ্যের নাম, রাজধানীর নাম, জাতীয় সঙ্গীত একেবারে ঠোঁটস্থ আড়াই বছরের প্রিয়মের। যা দেখে অবাক হয়ে যান প্রতীকবাবু, সুপর্ণাদেবী সহ প্রতিবেশী আত্মীয়-স্বজনেরাও।
প্রিয়মের মায়ের কথায় গত মে মাসে গুগলে স্ক্রল করতে করতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর একটি নোটিশ নজরে আসে, সেখানেই এপ্লাই করেন তিনি। ভাবতে পারেননি ছেলে সিলেক্ট হবে। ছেলের এমন কৃতিত্বের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই খুশি বাবা-মা সহ তার পরিবার সহ এলাকার মানুষজন।