বাংলার খবর
Bankura BSNL: বাঁকুড়ায় বিএসএনএল অফিসে ভয়াবহ আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাঁকুড়ায় আবার ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার বাঁকুড়ার খাতড়ায় রবীন্দ্র সরণীতে বিএসএনএল-এর অফিস চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড রীতিমতো চাঞ্চল্য ছাড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত না জানা গেলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা।
দমকলের প্রাথমিক অনুমান, বিএসএনএল অফিস চত্বরে জমা করে রাখা পাইপ ও তার থেকেই আগুন লেগেছে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই তাঁরা বিএসএনএল অফিস চত্বরে আগুন জ্বলতে দেখেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল।
দমকল সূত্রে জানা গিয়েছে, বিএসএনএল অফিস চত্বরে বেশ কিছু পাইপ, তার ও লোহা মজুত করে রাখা ছিল। প্রচন্ড রোদের তাপেই সেগুলোতে আপনা আপনিই আগুন লেগে যায়। তবে ওই পাইপ, তারের মধ্যে কেউ আগুনের ফুলকি ফেললে তাই থেকেও আগুন ধরার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না দমকল। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি এবং এই অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বেশ কয়েকটি পাইপ আগুনে জ্বলে গিয়েছে। খবর পাওয়া মাত্রই আমরা এখানে আসি। এসে দেখি পাইপগুলো দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গেই আমরা আগুন নেভানোর কাজ শুরু করি। এবং একটি ইঞ্জিন দিয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই আগুন আয়ত্বে আনা হয়। তবে কী কারণে আগুন লাগল, তা এখনই বলা সম্ভব নয়। তবে সেখানে লোহা ছিল। এদিন রোদের যা তেজ ছিল, তাতে আপনা আপনিই সেই লোহা তেতে গিয়ে আগুন লেগে গিয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। কেউ যদি আগুনের ফুলকি ফেলে থাকে, তার থেকেও আগুন লাগতে পারে। পাইপগুলো বাইরে ছিল বলেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’