তবলায় বাজিমাত! ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল ৪ বছরের খুদে
Connect with us

বাংলার খবর

তবলায় বাজিমাত! ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল ৪ বছরের খুদে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাত্র চার বছর বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলল দেবজিৎ ঘোষ। এখনও গুছিয়ে কথা বলতে শেখেনি এর মধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলল বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নান্দুড় গ্রামের দেবজিৎ ঘোষ।

খুদের এই সাফল্যে রীতিমতো খুশির হাওয়া পরিবার ও গ্রামের মধ্যে। এত ছোট্ট বয়সে এত বড় প্রতিভা এটা ভাবতেও পারছে না দেবজিৎ-এর পরিবারের সদস্যরা। দেবজিৎ ঘোষ যখন বসতে শিখেছে তখনই তার বাবা বিশ্বজিৎ ঘোষ ছেলের জন্মদিনে ছেলেকে তবলা কিনে দেন। তবলায় অত্যন্ত দক্ষতা রয়েছে দেবজিৎ এর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবজিৎ ছোট থেকেই হাতের কাছে যা পেতো সেটাই তবলার মত করে বাজাতে শুরু করতো। ছেলের এই প্রতিভা নজর কারে বাবা-মায়ের ও পরিবারের অন্যান্য সদস্যদের। ছেলেকে একজন শিক্ষকের কাছে তবলা বাজাতে ভর্তি করে দেন এবং শিক্ষক হারাধন মন্ডল তাকে তবলা বাজানোর তালিম দিতে থাকেন। দেখতে দেখতে তবলাতে পারদর্শী হয়ে ওঠে দেবজিৎ।

Advertisement

আরও পড়ুন: অমরনাথে মৃত্যুমিছিল, বাড়ি ফিরল বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ

জানা গিয়েছে, মাত্র চার বছর বয়সে তার এই প্রতিভা ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিল। ইতিমধ্যেই তার বাড়িতে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড এর তরফে সার্টিফিকেট মেডেল এবং বই এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষদের মধ্যে খুশির হাওয়া। তবে শুধুমাত্র তবলা নয় নিয়ম করে নিজের পড়াশোনাও করেন দেবজিৎ।

আরও পড়ুন: উদ্বোধনের আমন্ত্রণপত্রে নেই মুখ্যমন্ত্রী-রাজ্যপালের নাম, অব্যাহত শিয়ালদহ মেট্রোর রাজনৈতিক তরজা

Advertisement

দেবজিৎ ঘোষের বাবা বিশ্বজিৎ ঘোষ বলেন, ”ছেলের ছোটো বয়স থেকেই এই প্রতিভা আমাদের নজরে আসে এবং ছেলেকে জন্মদিনে তবলা কিনে দিই। পরে একজন শিক্ষকের কাছে ছেলে তবলা শিখতে থাকে”। এছাড়ও তিনি বলেন, ”এই বয়সে ছেলের এই কৃতিত্ব অত্যন্ত গর্বের আমাদের কাছে। আগামী দিনে ছেলে যাতে আরও বড় হয়ে উঠতে পারে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আমরা”।