মমতার উন্নয়ন যজ্ঞে সামিল হতে চেয়ে পদ্ম ছেঁড়ে ঘাসফুলে নাম লেখালেন ১২ নেতাকর্মী
Connect with us

বাংলার খবর

মমতার উন্নয়ন যজ্ঞে সামিল হতে চেয়ে পদ্ম ছেঁড়ে ঘাসফুলে নাম লেখালেন ১২ নেতাকর্মী

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পুরভোট মিটতেই তৃণমূলের উন্নয়ন যজ্ঞে শামিল হতে বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগদান করলেন বাঁকুড়া জেলার কোতলপুরের ১২ জন নেতাকর্মী।

জানা গিয়েছে, বুধবার কোতুলপুর ব্লকের কোঁপা বুথের বিজেপি (BJP) সহ বিভিন্ন দল থেকে আসা মোট ১২ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদান করেন।

এদিন কোতুলপুরের একটি বেসরকারি হলঘরে বিজেপির ১০ জন কর্মী, সিপিএমের একজন এবং কংগ্রেসের একজন কর্মী তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন কোতুলপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর বাগ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব বর্গ।

Advertisement

আরও পড়ুন: রাজ্যপালের বাজেট ভাষণে বাধা দেওয়ার অভিযোগ, বিজেপির দুই বিধায়ককে সাসপেন্ড করলেন স্পিকার

এদিকে, তৃণমূলে যোগ দিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন শিব দাস নামের এক প্রাক্তন বিজেপি নেতা। এদিন তিনি বলেন, ”তৃণমূলের নীতি আদর্শ মেনে তাঁরা উন্নয়ন যজ্ঞে সামিল হবেন। যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিল তাঁরাই আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।

কোতুলপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, জয়প্রকাশ মজুমদার তৃণমূলের ফিরে এসেছেন। বিজেপিতে আর কেউ থাকবে না। দিদি যেভাবে মানুষের পাশে আছেন এবং একটার পর একটা উন্নয়ন করে যাচ্ছেন সেই কারণেই কাতারে কাতারে মানুষ তৃনমূলে যোগদান করছেন।

Advertisement

অন্যদিকে, গত ৭ তারিখ সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বক্তৃতায় বাধাদানের অভিযোগ নিয়ে জোর রাজনৈতিক তরজা অব্যাহত। আর এর মধ্যেই এই অভিযোগে চলতি বাজেট অধিবেশন থেকেই দুই বিজেপি (BJP) বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Viral Video: বিমানের মধ্যেই শিশুকে ঘুম পারাচ্ছেন বিমানসেবিকা, তারপর যা হল

বুধবার অধিবেশনেই নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী ও পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার। ফলে গোটা অধিবেশনেই আর উপস্থিত থাকতে পারবেন না বিজেপি’র দুই বিধায়ক।

Advertisement