দেশের খবর
বরানগর থেকে গ্রেফতার বাংলাদেশি জঙ্গি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছর ধরেই রাজ্যে জঙ্গি কার্যকলাপ বাড়ছে। প্রায়ই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি গ্রেফতারীর খবর পাওয়া যায়। ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে মাসের পর মাস ধরে নিশ্চিন্তে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যায় তারা।
কিছুদিন আগেই উত্তর প্রদেশের পুলিশের একটি দল এসে রাজ্য থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। ঠিক সেই রকমই আরও এক জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। ওই জঙ্গি গত কয়েকমাস ধরেই জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড বানিয়ে বরানগরের ডানলপের একটি আবাসনে থাকত। রীতিমতো নাম বদলে থাকত সে। আজ আচমকাই সেখানে হানা দেয় সিআইডি ও পুলিশ। এবং ওই বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ওই বাংলাদেশি জঙ্গির নাম নুরনবি।
সে জেবিএম জঙ্গি গোষ্ঠীর সদস্য। ভারতে সে তমাল চৌধুরী নামের আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছিল। পুলিশি জেরায় সে জঙ্গি যোগের কথা স্বীকার করেছে। পুলিশ তার কাছ থেকে বেশ কিছু তথ্য জোগাড় করেছে। ওই জঙ্গির নামে ২৫টির বেশি নাশকতার অভিযোগ আছে। এই খবর জানাজানি হতেই বরানগর নন্দন পার্কের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একজন জঙ্গি কীভাবে মাসের পর মাস নিশ্চিন্তে ছিলেন, তাই নিয়েই উঠছে প্রশ্ন।