আন্তর্জাতিক
এখনও দাউ-দাউ করে জ্বলছে আগুন, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৪৯

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার রাতে বাংলাদেশের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও দগদগে সেই স্মৃতি। চারিদিকে ছড়িয়ে আছে আগুনে পোড়া ধ্বংসাবশেষ। কোথাও পুড়ে যাওয়া পোশাক, আবার কোথাও বিস্ফোরিত হওয়া বিভিন্ন রাসায়নিকের ছোট ছোট কনটেইনার।
জানা গিয়েছে, এর মধ্যে পাঁচ-ছয়টি কনটেইনারে এখনও দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশে উড়ছে বিষাক্ত রাসায়নিক ও পুড়ে যাওয়া কনটেইনার থেকে বের হওয়া ধোঁয়া। ডিপোর ভিতরের অবস্থা যেন এক যুদ্ধবিধ্বস্ত এলাকা। সোমবার সকালেও সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দক্ষিণের ১০০ মিটারের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কনটেইনারগুলো দাউ দাউ করে জ্বলছে।
আরও পড়ুন: দুর্নীতিতে জর্জরিত পাক প্রধানমন্ত্রী, যেকোনও মুহুর্তে গ্রেফতার হতে পারেন ইমরান খান
ডিপোর মূল দরজা থেকে ১০০ মিটার পূর্ব দিকে গেলে টিনশেডের আধাপাকা গুদাম। গুদামের সামনে ছড়িয়ে–ছিটিয়ে আছে হাইড্রোজেন পার–অক্সাইড রাসায়নিকের ছোট ছোট নীল রঙের কনটেইনার। এসিগুলোর ধ্বংসাবশেষ পড়ে আছে। গুদামে সব গার্মেন্টস পণ্য রাখা ছিল। সেগুলো এখনও তুষের আগুনের মতো জ্বলছে। সূত্রের খবর, ডিপোর দক্ষিণ অংশের সামনের তিনটি কনটেইনারে এখনও আগুন জ্বলছে।
আরও পড়ুন: কন্টেইনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ২৫ জখম বহু
শনিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯। আহত শতাধিক। যদিও মর্মান্তিক এই ঘটনায় আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রনে আসেনি। তবে বাংলাদেশ পুলিশের আধিকারিক আশরাফুল করিম জানিয়েছেন, এখন যে কনটেইনারগুলো জ্বলছে সেগুলো গার্মেন্টস পণ্য। কিন্তু বাতাসের তীব্রতা বেশি হওয়ায় আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। আজকের মধ্যে গোটা এলাকার আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।