খেলা-ধূলা
টেস্ট জিতে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত ২১ বছর ধরে টেস্ট খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ১৫ টা টেস্ট খেলেছিল। সব গুলোই হেরেছিল। অবশেষে এল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়। মঙ্গলবার টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।
যদিও এবারের সফর নিয়ে আশাবাদী ছিল না দল। দলের এক নম্বর সুপারস্টার সাকিব আল হাসান সহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটার দলে ছিলেন না। তা সত্ত্বেও জয় আশায় খুশির আনন্দে ভাসছে সারা বাংলাদেশ। বাংলাদেশকে হালকা ভাবে নেওয়াই কাল হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ীদের। তা স্বীকারও করে নিয়েছেন দলের অধিনায়ক টম ল্যাথাম। এই টেস্টে কেন উইলিয়ামসকে বিশ্রাম দিয়েছিল কিউয়িরা। ডেভন কনওয়ের শতরানের দৌলতে প্রথম ইনিংসে ৩২৮ রান করে নিউজিল্যান্ড। এরপর বাংলাদেশ ৪৫৮ রান করে বড় লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ১৬৯ রানেই শেষ হয়ে যায় কিউয়িদের দ্বিতীয় ইনিংস। দলের পক্ষে উইল ইয়ং সর্বোচ্চ ৬৯ রান করেন। বাংলাদেশের পক্ষে ইবাদত হোসেন ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন। এরপর বাংলাদেশের জয়ের জন্য দরকার হয় মাত্র ৪০ রানের। মাত্র দুই উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দল নিউজিল্যান্ডকে হারানোয় খুশিতে ভাসছে বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পাঁচে ঢুকে পরল বাংলাদেশ। সেইসঙ্গে ২ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল মমিনুল হকরা।