ভাইরাল
সঙ্গীতশিল্পী ও প্রাক্তন সাংসদ মমতাজ বেগম গ্রেপ্তার, আওয়ামি লিগ নিষিদ্ধের পর উত্তাল বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড় চমক। আওয়ামি লিগ সরকারের পতনের পর গ্রেপ্তার হলেন দলটির তিনবারের সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৩ মে) গভীর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির নিজ বাসভবন থেকে মমতাজকে আটক করা হয় এবং তাঁকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা বিভাগের কার্যালয়ে।
গ্রেপ্তারের পেছনে কারণ: খুনের অভিযোগ সহ একাধিক মামলা
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, মমতাজ বেগমের বিরুদ্ধে খুন ও অন্যান্য গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। যদিও নির্দিষ্ট কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি।
মমতাজ বেগম ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য। ২০০৮ সাল থেকে আওয়ামি লিগের প্রতীকে নির্বাচন করে টানা তিনবার সংসদে নির্বাচিত হন তিনি। তবে সাম্প্রতিক দ্বাদশ সংসদ নির্বাচনে নির্দল এক প্রার্থীর কাছে পরাজিত হন।
আওয়ামি লিগ নিষিদ্ধ, একে একে গ্রেপ্তার নেতারা
বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ইতিমধ্যেই চলছে উত্তাল পালাবদল। শনিবার সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় আওয়ামি লিগকে। সোমবার বিকালে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সেইসঙ্গে নির্বাচন কমিশন দলটির রেজিস্ট্রেশনও স্থগিত করেছে।
সরকার পতনের পর থেকে একে একে গ্রেপ্তার করা হয়েছে হাসিনা সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রী ও সংসদ সদস্যকে, যার মধ্যে রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শেখ হাসিনার বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাদের বিরুদ্ধে অভিযোগ—দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও খুনের ষড়যন্ত্র।
ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজড
আর্থিক তদন্তের অংশ হিসেবে মমতাজ বেগমের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU)। অভিযোগ উঠেছে, সংসদ সদস্য থাকাকালীন বিভিন্ন আর্থিক লেনদেনে অনিয়ম করেছেন তিনি।