বাংলার খবর
কালের স্রোতে হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের বাঁশ শিল্প

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গ্রামাঞ্চলে ডোম পাড়ায় সকাল হলেই শুরু হয় বাঁশ ,বেত দিয়ে গৃহস্থালির জিনিস তৈরির কাজ। পরিবারের সকলে মিলে এই কাজ করেন। যা তৈরি করা হয় তা স্থানীয় বাজারে বিক্রি করে যেটুকু উপার্জন হয় তা দিয়ে কোনওমতে সংসার চলে এই ডোম পাড়ার মানুষদের।
আজকাল বাজারে প্লাস্টিকের জিনিস পত্র তৈরি হওয়ায় এই বাঁশ শিল্পের চাহিদা নেই বললেই চলে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাসপুর – হলদি গ্ৰামে ডোম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। নিজেদের বাড়িতে গৃহিণী থেকে বাড়ির কর্তা সকলে মিলে একত্রিত হয়ে বসে তাঁরা নিপুণ ভাবে হাতের কাজ করে চলেছেন পূর্বপুরুষ ধরেই।
আরও পড়ুন: বয়সের ভারে জীর্ণ শরীর, অবসর নিলেন ‘মমতা’
এক কারিগর বলেন, ”আমাদের বাবা,দাদুরা এই কাজ করে গিয়েছেন। বর্তমানে আমরা এই কাজ করে যাচ্ছি। বাজারে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের গৃহস্থের জিনিসপত্র তৈরি হওয়ায় বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদার ভাটা পড়েছে। আগে প্রচুর বিক্রিবাটা হতো ,লাভও ছিল বেশ ভালো। কিন্তু এখন সেভাবে খরিদ্দার পাওয়া যায়না। জমিজমাও তেমন নেই যে চাষ করবো। তাই পেটের তাগিদেই এই কাজ আমরা করে চলেছি।”