বাংলার খবর
মানসিক ভারসাম্যহীন কিশোরীকে নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় মামা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ। ঘটনায় এবার চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায়।
অভিযোগ, ১৬ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ করে তাঁর দূর সম্পর্কের মামা। বুধবার সকালে মেয়ে অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। সঙ্গে সঙ্গে নির্যাতিতার পরিবারের লোকেরা ওই কিশোরীকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। একেই দুঃস্থ পরিবার এবং প্রত্যন্ত গ্রামের বাসিন্দা হওয়ায় ঠিক কী করবেন বুঝেতে পারছিলেন না নাবালিকার পরিবার।
আরও পড়ুন: গরম থেকে স্বস্তি পেতে শাস্ত্রমতে রীতিমতো মন্ত্র পড়ে দেওয়া হল ব্যাঙের বিয়ে!
এদিকে ধর্ষণের বিষয়টি বালুরঘাট হাসপাতালের চিকিৎসকরা বুঝতে পেরেই বালুরঘাট থানার সঙ্গে যোগাযোগ করে। এরপরেই হাসপাতালে পক্ষ থেকে জানানো হয় পুলিশকে। অভিযোগ পেতেই বুধবার সন্ধ্যায় ঘুঘুডাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত বিশ্বনাথ মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। এদিকে বিষয়টি জানতে পেরে এদিন রাতে বালুরঘাট থানায় আসেন জেলা পুলিশ সুপার রাহুল দে, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করেন ধৃত ব্যক্তিকে।
আরও পড়ুন: ভিন রাজ্যে মাদক পাচারের চেষ্টার অভিযোগ, পুলিশের জালে ৪
এদিকে এদিন রাতেই বালুরঘাট থানায় অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে নির্যাতিতার চিকিৎসা চলছে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে।