দেশের খবর
কর্ণাটকে বজরং দলের নেতা খুনে গ্রেফতার ৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বজরং দলের যুবনেতাকে খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। কর্ণাটক পুলিশের এডিজি সি প্রতাপ রেড্ডি জানিয়েছেন, ধৃতদের নাম মহম্মদ কাসিফ, রেহান শরিফ, আব্দুল আফনান, সৈয়দ নাদিম, আফসিউল্লা খান ও নিহান। ২০-২২ বছর বয়সি ওই যুবকদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছিল। জানা গিয়েছে, রবিবার রাতে কর্ণাটকের শিভামোগ্গা জেলায় হর্ষ নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তি পেশায় দর্জি এবং তিনি বজরং দলের নেতা ছিলেন। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ বজরং দলের। সেই কারণে ক্ষোভে ফেটে পড়েন দলের বাকি সদস্যরা। ঘটনাকে ঘিরে উত্তাল হয়েছে বেঙ্গালুরু। বিচার চেয়ে পথে নেমেছে বজরং দল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার প্রশাসনের তরফে বেঙ্গালুরুতে স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র।