বাংলার খবর
চৈত্রেই বৈশাখী স্বস্তি! ভূস্বর্গ থেকে ফিরেই মনোজিতের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুক্তি পেলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আলিপুর আদালতে বুধবার স্বামী মনোজিতের সঙ্গে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৫’টার সময় আদালতে বিচ্ছেদের নথি নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পর বৈশাখীর ‘বিশেষ বন্ধু’ শোভন চট্টোপাধ্যায় বলেন, ”এত দিন পর মুক্তির স্বাদ পেল বৈশাখী।”
বুধবার দুপুরে রংমিলান্তি পোশাক পরে আদালত থেকে হাসিমুখে বেরোতে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এদিন আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বলেন, ”মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করেছিলাম। আজ আমাদের মামলার শেষ শুনানি ছিল। বিচারক আমাদের সঙ্গে কথা বলে ডিভোর্সের রায় দিয়েছেন। সন্তানের ভরণপোষণের জন্য টাকা দিতে বলছেন ওঁকে (মনোজিৎকে)। তবে আমি জানিয়েছি, সন্তানের খরচ চালানোর মতো ক্ষমতা আমার আছে।”
এই বিষয়ে বৈশাখীর বিশেষ বন্ধু শোভন বলেন, ”বৈশাখীর সঙ্গে আমার এত দিনের পরিচয়ে এই প্রথম বৈশাখীকে মুক্তির স্বাদ পেতে দেখলাম। আমিও এই মুক্তির স্বাদের অপেক্ষায় আছি। আজ থেকে চার বছর আগেও বলেছিলাম, আবারও বলছি, যেখানে বুক দেখাই, সেখানে পিঠ দেখাই না।”
আরও পড়ুন: শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’ রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
উল্লেখ্য, কখনও ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চেপে বৈকালিক ভ্রমণ, আবার কখনও ফ্ল্যাটের ব্যালকনিতে ‘মম চিত্তে নিতি নৃত্যে’ রবীন্দ্র সংগীতের সঙ্গে দু’জনের নাচ! এই ‘লাভ বার্ডস’ এর একের পর এক ছবি-ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’। বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর আবার সোশ্যাল মিডিয়ায় হাজির শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটি।
আরও পড়ুন: SSKM-এ ভরতি অনুব্রত, মঙ্গল কামনায় পাহাড়েশ্বর শিব মন্দিরে পুজো তৃণমূলের
বেশ কিছুদিন কাশ্মীরে দেখা যায় এই জুটিকে। সঙ্গে ছিল বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা মেহুলও। কলকাতার গরম থেকে বাঁচতে দু’জনেই কাশ্মীরের ঠান্ডায় ছুটি কাটাতে গিয়েছিলেন। আর ভূস্বর্গের গুলমার্গে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বরফের মধ্যে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিতে ক্যাপশন দিয়েছেন ‘কাশ্মীর ফাইলস’। যা নিমিষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে কখনও দেখা যাচ্ছে ‘বন্ধু’ বৈশাখীর কাঁধে হাত রেখে বরফের মধ্যে হাঁটছেন শোভন। কখনও বা মেয়ের সঙ্গে দেখা গিয়েছে বৈশাখীকে। আবার কখনও বা টিউলিপ গার্ডেনে বসে হাসিমুখে পোজ দিয়েছেন শোভন-বৈশাখী। যা কনকনে ঠাণ্ডাতেও উষ্ণতা ছড়াচ্ছে কাশ্মীরে। শোভন-বৈশাখীর এই ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে নেট মাধ্যমে রীতিমতো চর্চাও শুরু হয়ে গিয়েছে।