বিনোদন
নাজেহাল অবস্থা কাঁচা বাদাম খ্যাত ভুবনের! গানের জগৎ ছেরে এইবার অভিনয়ে পা

বেঙ্গল এক্সপ্রেসসঃ কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরকে চেনেন না এমন কোন মানুষ নেই। নেট দুনিয়ায় তিনি প্রচুর ভাইরাল হয়েছেন। ভুবন কাকুর খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। যেই ভুবন বাধ্য করার আগে গ্রামে গ্রামে ঘুরে সাইকেলে করে কাচা বাদাম বিক্রি করতেন ও গান গাইতেন, আর সেই গান গেয়েই তিনি সংসার চালাতেন।
কিন্তু তার ভাগ্যের চাকায় এমনভাবে ঘুরে গিয়েছে যে, সাইকেলে করে কাঁচা বাদাম বিক্রি করা এখন তার কাছে অতীত। বাদাম বিক্রি করার জন্য যে গান তিনি নিজে বানিয়ে ছিলেন সেই গানটাকে সাফল্যের শিখরে তুলে দিয়েছেন। গান গেয়ে তিনি ভালই সুনাম সুখ্যাতি ও অনেক টাকার মালিক হয়েছেন। কিন্তু এখন তিনি গান ছেড়ে অভিনয়ের দুনিয়ায় পা রাখতে চলেছেন। আসল ঘটনাটি হল যে, কয়েকদিন আগে গোপাল নামের এক ব্যক্তি তিন লক্ষ টাকার বিনিময়ে কাঁচা বাদাম কাকুর গানের সত্ব কিনে নেন। আর তারপরেই যত বিপত্তি।
নিজের গাওয়া গানে কপিরাইট পরছে অন্যের। আর এই নিয়ে অনেক বড় সমস্যায় পড়েছেন বিশ্বখ্যাতি কাঁচা বাদাম কাকু। অবশেষে সব ছেড়ে তিনি অভিনয় জগতে ঢুকেছেন। কয়েকদিন আগে সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে সেখানে মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করছেন ভুবন বাধ্য কর তথা কাঁচা বাদাম কাকু।
সেখানে দেখা গিয়েছে যে, তিনি প্রেম বিরোধী এক বাবা কিন্তু তার মেয়ে পুরোটাই উল্টো। সে প্রেম করেই বিয়ে করবে। কাঁচা বাদাম কাকু জানান যে, এই নিয়ে তিনি দুইদিন শুটিং করেছেন। অভিনয়ের বিনিময় তাকে চল্লিশ হাজার পারিশ্রমিক দেওয়া হয়েছে। তিনি আরো জানান যে, মানুষের আশীর্বাদে তিনি গান গাওয়ার সুযোগ পেয়েছেন ভবিষ্যতে এমন আরো সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি।