বাংলার খবর
বালিগঞ্জে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন সিন্হা, টুইট করে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা মমতার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই চমকের পর চমক। এবার টুইট করে এই দুই কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী টুইট করে আসানসোল এবং বালিগঞ্জের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আসন্ন বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনে এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং আসানসোলের প্রার্থী হচ্ছেন বলি অভিনেতা শত্রুঘ্ন সিন্হা। জানা গিয়েছে, আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোল কেন্দ্রে ভোট হবে। ভোট গণনা হবে ১৬ এপ্রিল।
যদিও বাবুল সুপ্রিয় এর আগে আসানসোলের প্রার্থীই ছিলেন। তিনি দু’বার বিজেপির ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। তবে এবার এই কেন্দ্র থেকে শত্রুঘ্ন সিন্হকেই প্রার্থী হিসেবে দাঁড় করানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র থেকে প্রার্থী করা হল বাবুল সুপ্রিয়কে।
আরও পড়ুন: EPF-এ সুদের হার কমানোয় কেন্দ্রকে একযোগে আক্রমণ বাম-কংগ্রেস-তৃণমূলের
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Sri Babul Supriyo, former union minister and noted singer, will be our candidate in Vidhansabha by- election from Ballygunge. Jai Hind, Jai Bangla, Jai Ma- Mati- Manush!(2/2)</p>— Mamata Banerjee (@MamataOfficial) <a href=”https://twitter.com/MamataOfficial/status/1502898365692280832?ref_src=twsrc%5Etfw”>March 13, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
উল্লেখ্য, শনিবারই কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ওই দুই কেন্দ্রে উপনির্বাচন হবে। গণনা হবে ১৬ এপ্রিল। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ১৭ মার্চ থেকে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৪ মার্চ। স্ক্রুটিনি ২৫ মার্চ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। আগামী ১৮ এপ্রিলের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে। ভোট হবে ইভিএম এবং ভিভিপ্যাটে। এ ছাড়াও একই দিনে উপনির্বাচন হবে ছত্তিশগড়ের খইরাগড়, বিহারের বোচাহান (এসসি), মহারাষ্ট্রের কোলাপুর উত্তর বিধানসভা কেন্দ্রেও। উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রটি ফাঁকা হয়ে গিয়েছিল।
অন্যদিকে, গত বছরের ১৮ সেপ্টেম্বর আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। এই দুই কেন্দ্রে উপ নির্বাচন নিয়ে রাজ্য সরকার তাদের প্রস্তুতির কথা জানানোর পর শনিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।