বাংলার খবর
বিজেপির বিরুদ্ধে তাঁর ওপর হামলার অভিযোগ বাবুল সুপ্রিয়র!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নির্বাচনের দিন এগিয়ে আসতেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সামনেই গোয়া সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ছোট রাজ্য গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন হেভিওয়েট নেতারা প্রচারের জন্য গোয়া পারি দিয়েছেন।
প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এবার গোয়ায় নির্বাচনী প্রচার চলাকালীন বাবুল সুপ্রিয়র ওপর হামলা! টুইটে এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা। দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে বাবুলের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। হামলার কথা দাবি করেছেন বাবুল।
প্রসঙ্গত, ভোটপ্রচারে গোয়ায় গিয়েছেন বাবুল সুপ্রিয়। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় এক দফায় নির্বাচন। তাই গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। ভোটের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ। হামলা প্রসঙ্গে বাবুল জানিয়েছেন, গোয়ায় হামলার ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। যদিও এই ঘটনার প্রেক্ষিতে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।