বাংলার খবর
বিধানসভায় বিরোধীদের ‘জয় শ্রীরাম’ কটাক্ষের জবাব রবীন্দ্র সঙ্গীতেই দিলেন বাবুল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভা উপনির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। তারপর অনেক টালবাহানার পর শপথ নেন তিনি। আর বৃহস্পতিবার বিধানসভায় প্রথম বক্তব্য রাখলেন বাবুল সুপ্রিয়। তবে শুরুটা খুব একটা সুখকর না হলেও নিজগুণেই গোটা বিধানসভাকে মুগ্ধ করলেন তিনি। এদিন বিধানসভায় বাদল অধিবেশনে কৃষি বিল নিয়ে বাবুল বক্তব্য রাখতে উঠলেই কটাক্ষ করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন বিজেপি বিধায়করা। তবে বাবুলও সেই কটাক্ষের জবাব পাল্টা কটাক্ষ দিয়েই ফিরিয়ে দিয়েছেন।
বিজেপির বিধায়কদের ‘জয় শ্রীরাম’ ধ্বনির মধ্যেই বাবুল তাঁদের কটাক্ষ করে বলেন, ‘দেখে ভালো লাগছে, আমার বলা নিয়েও বিরোধী বিধায়করা এত উৎসাহিত।’ তারপরই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বাবুল বলে ওঠেন, ‘বিরোধিতা করা ভালো। কিন্তু সেই বিরোধিতা মাত্রা ছাড়িয়ে গেলে মানুষের থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতে হয়।’ তবে চমকের এখানেই শেষ ছিল না। রাজনীতিবিদ হলেও তিনি যে আসলেই একজন প্রথিতযশা গায়ক, তা সকলেরই জানা। তাই তাঁকে হাতের সামনে পেয়ে, সকলেই বাবুলকে একটি গান শোনানোর অনুরোধ করেন। জানা গিয়েছে, সকলের অনুরোধে বাবুল অধিবেশন কক্ষের মধ্যেই গেয়ে ওঠেন রবীন্দ্র সঙ্গীত, ‘আমার মন বলে চাই গো, চাই গো…’। বাবুলকে অভিনন্দন জানান শাসকদলের বিধায়করা।
বিধানসভায় এই গান গাওয়ার ঘটনা নতুন নয়। গত বাজেট অধিবেশনের শেষ দিনেও সকলের অনুরোধে গান গেয়েছিলেন শাসকদলের বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সি। তাঁর গান দিয়েই শেষ হয়েছিল বাজেট অধিবেশন। এবার বিধানসভায় বাদল অধিবেশনে গান গাইলেন বাবুল। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ থেকে উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়। নির্বাচনে জিতেই বৃহস্পতিবার প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখলেন বাবুল।