আধারকার্ডের জেরক্স কপি শেয়ার করে ডেকে আনছেন না তো নিজের বিপদ! সতর্ক করছে কেন্দ্র
Connect with us

দেশের খবর

আধারকার্ডের জেরক্স কপি শেয়ার করে ডেকে আনছেন না তো নিজের বিপদ! সতর্ক করছে কেন্দ্র

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আধার কার্ড নিয়ে ফের জনগণকে সতর্কবার্তা দিল সরকার। ১২ সংখ্যার আধার কার্ড যে আমাদের সাধারণ অধিকার। এই কার্ড যে নাগরিকত্বের পরিচয় নয়, তা আমরা সকলেই জানি।

সূত্রের খবর, বিভিন্ন কাজেই এখন আমাদের নিত্যদিন প্রয়োজন পড়ে আধার কার্ডের। এই কার্ড নিয়ে একটু অসাবধানতা বা অসতর্ক হলে জীবনে সমস্যার শেষ নেই। কারণ, এই কার্ডের উপরে থাকা ১২ সংখ্যার নম্বরের সঙ্গে এখন ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউণ্ট সবকিছু লিঙ্ক করা থাকে। যারফলে একটু অসতর্ক হলেই ঘটতে পারে সাইবার প্রতারণার মতোন অপরাধ।

এই ধরনের ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, কোনও প্রতিষ্ঠানকে আধার কার্ডের ফটোকপি দেওয়া উচিত নয়। কারণ, এটির অপব্যবহার হতে পারে। এর পরিবর্তে মাস্কড আধার ব্যবহার করতে পারেন সাধারণ মানুষ।

Advertisement

আরও পড়ুন: কেরলে পা রাখছে বর্ষা, কবে ভিজবে বঙ্গ…

মাস্কড আধার কী? সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, ১২ সংখ্যার আধার নম্বরটি মাস্কড আধারে দৃশ্যমান নয়। বরং আধার নম্বরের শেষ চারটি সংখ্যাই এতে দেখা যায়। আপনি এটা অনলাইনে পেতে পারেন।

আরও পড়ুন: এর থেকে মরে যাওয়া অনেক ভালো… হোয়াটসঅ্যাপ স্টেট্যাস দেওয়ার পরই চরম পরিণতি ৩ গৃহবধূর

Advertisement

এছাড়াও ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করেছে যে লাইসেন্সবিহীন ব্যক্তিগত সংস্থাগুলি আধার সংগ্রহ বা নিয়ে রাখতে পারবে না। এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে লাইসেন্সবিহীন হোটেল ও সিনেমা হল। শুধুমাত্র এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলি আপনার আধার কার্ডের ফটোকপি সংগ্রহ করতে পারে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.