ভাইরাল খবর
বিরল প্রজাতির অ্যালবিনো ক্যাঙ্গারুর দেখা মিলল, ছবি ঘিরে তুমুল হইচই সোশ্যাল মিডিয়ায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রকৃতি তার আপন রূপে মোহময়ী সকলের কাছে। প্রকৃতির রূপে মুগ্ধ হই আমরা। অনাবিল প্রকৃতির রুপ-রস,গন্ধ,সৌন্দর্যের স্বাদ চেটেপুটে নিতে মাঝে মধ্যেই প্রকৃতির বুকে হারিয়ে যায় আমরা। চার দেওয়ালের মধ্যেকার ব্যস্ত জীবনে আমরা যখন হাঁফিয়ে উঠি তখন শান্তি খুঁজতে আমরা ছুটে যায় কাছে-দূরে প্রকৃতির বুকে তাজা শ্বাস নিতে।
প্রকৃতি শুধু আমাদের তাজা শ্বাস দেয় না। চোখ ও মনের শান্তি দিতে আজও মানুষের কাছে ভরসার প্রধান আশ্রয়স্থল হল প্রকৃতির কোল। আর এই প্রকৃতির বুকে ঘুরতে গিয়ে যার দেখা মিলল তা এককথায় অবিশ্বাস্য। সম্প্রতি Australia-এর এক মহিলা কুইন্সল্যান্ডে ঘুরতে যান। সেখানে ঘুরতে গিয়ে ওই মহিলার ক্যামেরায় ধরা পড়ে বিরল প্রজাতি ‘অ্যালবিনো’ গোষ্ঠীর সাদা ক্যাঙ্গারু।
অস্ট্রেলিয়ার রাজধানী শহর থেকে অদূরে Queensland-এর একটি ঝোপের মধ্যে সাদা ক্যাঙ্গারুটিকে লাফাতে দেখেন ওই মহিলা সঙ্গে-সঙ্গে বিরল প্রজাতির ওই ক্যাঙ্গারুর ছবি ক্যামেরাবন্দি করেন তিনি। যা এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ঝোপের মধ্যে একটি সাদা ক্যাঙ্গারু লাফিয়ে বেড়াচ্ছে। বহু বছর পর বিলুপ্তপ্রায় প্রজাতির এই ক্যাঙ্গারুর ছবি দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি নেটিজেনরা।
ওই মহিলার শেয়ার করা ছবিটিতে অনেকেই নিজেদের মন্তব্য পেশ করেছেন। কেউ কেউ আবার লিখেছেন, ”প্রকৃতির অসাধারণ দৃশ্য।” অনেকেই আবার এই সুন্দর ছবি ক্যামেরাবন্দি ও সকলের সঙ্গে সেটি ভাগ করে নেওয়ায় ওই মহিলাকে ধন্যবাদ জানিয়েছেন।
অ্যালবিনো প্রজাতির সাদা ক্যাঙ্গারু হল একটি বিরল প্রজাতির প্রাণী।
আরও পড়ুন: Viral News: পরিবেশ বাঁচাতে অভাবনীয় উদ্ভাবন রিক্সাচালকের, কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া
আগে এর দেখা অনেক মিললে। ক্রমশ প্রকৃতি থেকে বিলুপ্তির খাতায় নাম লিখিয়েছে এই অসাধারণ সুন্দর বন্য প্রাণীটি। যেহেতু এদের গায়ের রঙ সাদা হয় তার জন্য সহজেই এরা শিকার হয়ে যায়। ধূসর বর্ণের ক্যাঙ্গারু ঝোপঝাড়ের সঙ্গে সহজেই মিশে যেতে পারে বলে এরা অতিসহজে শিকারী প্রাণীদের আক্রমণের সামনে পড়ে না। তবে সাদা ক্যাঙ্গারুর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো। উজ্জ্বল বর্ণের হওয়ায় সহজেই সকলের দৃষ্টিআকর্ষণ করতে পারে এই প্রাণী। এরা সাধারণত বন্য শিয়াল এবং কুকুরের আক্রমণের শিকার হয়।