খেলা-ধূলা
টেস্ট র্যাঙ্কিঙে শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে ভারত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্য অ্যাসেজ জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম তিনটি টেস্টে জিতে অ্যাসেজ জয় নিশ্চিত করেছিল অজিরা। চতুর্থ টেস্টে ড্র করে হার বাঁচালেও পঞ্চম টেস্টে ফের হারে ইংল্যান্ড। ফলে ৪-০ তে সিরিজ জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিঙে বিরাট লাফ দিল অস্ট্রেলিয়া। র্যাঙ্কিঙে এক নম্বরে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
তবে এবারে অ্যাসেজ জয় সহজ ছিল না অস্ট্রেলিয়ার। টিম পেইন অধিনায়কত্ব ছাড়লে নতুন অধিনায়ক করা হয় প্যাট কামিন্সকে। আর তাতেই মেলে সাফল্য। অস্ট্রেলিয়ার উত্থান হলেও আইওসি টেস্ট র্যাঙ্কিঙে পতন হয়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারার ফলে ভারত তিন নম্বরে নেমে গিয়েছে। যদিও এবারে আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার দারুন সুযোগ ছিল ভারতের।
প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে জিতলেও পরের দু’টি টেস্টে হেরে আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ ১-১ ড্র করে এই মুহূর্তে দু’য়ে আছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্রীভাবে হারার ফলে চার নম্বরে আছে ইংল্যান্ড। ভারতকে হারিয়ে পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। র্যাঙ্কিঙে ছয় নম্বরে আছে পাকিস্তান। এর পর আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে।