হেডের শতরানের সুবাদে লড়াইয়ে ফিরল অস্ট্রেলিয়া
Connect with us

খেলা-ধূলা

হেডের শতরানের সুবাদে লড়াইয়ে ফিরল অস্ট্রেলিয়া

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ক্রিকেটের আকর্ষণীয় সিরিজের মধ্যে অন্যতম অ্যাসেজ সিরিজ। অ্যাসেজ শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকবার হাড্ডাহাড্ডি লড়াই হলেও এবারের অ্যাসেজ অনেকটাই একপেশে হয়ে গিয়েছে। সিরিজের প্রথম তিনটি টেস্টে জিতে অ্যাসেজ জয় আগেই নিশ্চিত করে ফেলেছে অজিরা।

চতুর্থ টেস্টে হারতে হারতেও ড্র করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ক্যাঙ্গারু বাহিনী। কোনও রান না করেই ফিরে যান দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এছাড়াও, আগের টেস্টের নায়ক উসমান খোয়াজা ৬ রান, স্মিথ ০ এবং লাবুশানেও ৪৪ রান করে আউট হন। ৮৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে একটা সময় বিপাকে পড়ে গিয়েছিল অজিরা। এরপর ইনিংসের হাল ধরেন ট্রেভিস হেড এবং ক্যামেরন গ্রিন। দু’জনে মিলে ১২১ রানের জুটি গড়েন।

হেড নিজের শতরান পূরণ করেন। ১১৩ বল খেলে এক ডজন বাউন্ডারির সাহায্যে ১০১ রান করে আউট হন। এছাড়াও গ্রিন করেন ৭৪ রান। ৫৯.৩ বল খেলার পর প্রবল বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করে দেন। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ২৪১ রান করেছে। ইংল্যান্ডের পক্ষে ব্রড এবং রবিনসন ২টি করে উইকেট পান। এ ছাড়া উড ও ওক্স একটি করে উইকেট পেয়েছেন। দিনের শেষে অ্যালেক্স ক্যারি ১০ রানে এবং মিচেল স্টার্ক ০ রানে অপরাজিত রয়েছেন।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.