ভারতের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে বাণিজ্যচুক্তি, মোদির মন পসন্দ খিচুড়ি রান্না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
Connect with us

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে বাণিজ্যচুক্তি, মোদির মন পসন্দ খিচুড়ি রান্না অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মোদি প্রেমে মজে মন! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় খাবার রান্না করে বিশেষ এই চুক্তির উদযাপন করলেন Australia-এর প্রধানমন্ত্রী Scott Morrison।

সম্প্রতি ২ এপ্রিল ভারত সরকারের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত একাধিক বিষয়ে ভার্চুয়াল বৈঠকে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয় অজি-দেশের। আর তারপরই দুই দেশের এই বাণিজ্যিক সম্পর্কের নতুন রসায়ন উদযাপন করতে ভারতের প্রধান দানাশস্য চাল-ডাল সহযোগে সুস্বাদু খিচুড়ি রেঁধে ফেললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আর তাঁর এই ভারতীয় রান্নার ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে শেয়ার করেছেন তিনি নিজেই।

আরও পড়ুন: ইতিহাস অক্ষুণ্ণ পাকিস্তানের! মধ্যরাতেই গদিচ্যুত হলেন ইমরান খান

Advertisement

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে, স্কট মরিসনের নিজ বাসভবনের রান্নাঘরের ছবি। যেখানে তিনি দাঁড়িয়ে রান্না করছেন। ভাইরাল হওয়া ওই পোস্টের ক্যাপশনে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী লিখেছেন, ”ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য সংক্রান্ত নতুন এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের এই আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আমি এই বিষয়টি উদযাপন করতে চলেছি। আজ রাতের মেনুতে আমি বিভিন্ন তরকারি রান্না করছি। সেখানে প্রধান পদ হিসেবে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-এর প্রিয় খাবার খিচুড়ি।

আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চর, বড় শাস্তির মুখে স্মিথ

উল্লেখ্য, ভারত এবং অস্ট্রেলিয়া চলতি এপ্রিল মাসের শুরুতে একটি অর্থনৈতিক এবং বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে রয়েছে ক্যানবেরা টেক্সটাইল, চামড়া, আসবাবপত্র, গহনা এবং যন্ত্রপাতির মতো ৯৫ শতাংশ ভারতীয় পণ্যের জন্য তারা বাজারে শুল্ক-মুক্ত অ্যাক্সেস প্রদান করবে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ মন্ত্রী ড্যান তেহান এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.