খেলা-ধূলা
অ্যাডিলেডে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া, গোলাপী বলের দিন-রাতের টেস্টে নয়া রেকর্ড লাবুশানের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মারনাস লাবুশানের খেলা মানেই নতুন নতুন রেকর্ড। অভিষেক হয়েছে সবে আড়াই বছর হয়েছে। এর মধ্যেই অনেকগুলি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন লাবুশানে। অ্যাসেজের দ্বিতীয় টেস্টে আরও এক রেকর্ড নিজের নামে করে রাখলেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান লাবুশানে। প্রথম ক্রিকেটার হিসেবে গোলাপী বলের দিনরাতের টেস্টে তৃতীয় শতরান করলেন।
দ্বিতীয় দিনের সকালে আউট হয়ে ফিরলেও তাঁর নামের পাশে জ্বলজ্বল করছিল ১০৩ রান। লাবুশানের শতরানের পাশাপাশি ডেভিড ওয়ার্নারের ৯৫ এবং অধিনায়ক স্টিভ স্মিথের ৯৩ রান করেন। শেষের দিকে অ্যালেক্স ক্যরির ৫১ এবং মিচেল স্টার্কের ৩৯ রানের ওপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। ৯ উইকেটে ৪৭৩ রানের মাথায় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। এমনিতেই প্রথম টেস্টে জিতে ১-০ তে এগিয়ে আছে অজিরা। লাবুশানে ৩০৫ বলে ৮ বাউন্ডারির সাহায্যে করেন ১০৩ রান ৪০০ মিনিট ক্রিজে ছিলেন। এছাড়া আরও একটি রেকর্ড গড়েছেন লাবুশানে। তৃতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেব টেস্টে দ্রুততম ২০০০ রান পূর্ণ করলেন।
১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলি, ইংল্যান্ডের হাবারড সাটক্লিপ এবং অস্ট্রেলিয়ার মাইকেল হাসি লাবুশানের থেকে কম ইনিংসে ২০০০ রান স্পর্শ করেছিলেন। লাবুশানে ৩৪ ইনিংসে ২০০০ রান পূর্ণ করলেও তাঁর আগে রয়েছেন ব্র্যাডম্যান ২২ ইনিংসে, হেডলি ৩২ ইনিংসে, সাটক্লিপ এবং হাসি ৩৩ ইনিংসে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৭ রানের মধ্যেই ২ উইকেট পড়ে গিয়েছে ইংল্যান্ডের। দুই ওপেনার হাসিব হামিদ (৬) এবং রোড়ি বার্নস (৪) ফিরে গিয়েছেন। ডাওয়িদ মালান ২ এবং জো রুট ৫ রানে অপরাজিত রয়েছেন।