খেলা-ধূলা
অ্যাসেজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুরু হয়েছে ক্রিকেট প্রেমীদের আকাঙ্খিত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাসেজ সিরিজ। প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শুরুর আগেই দলের অধিনায়ক প্যাট কামিন্স করোনা আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন।
তাঁর পরিবর্তে এই টেস্টে অধিনায়কত্ব করছেন প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। প্রায় তিন বছর পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন স্মিথ। সকালে টসে জিতে ব্যাটিঙের সিদ্ধান্ত নেন স্মিথ। মার্কাস হ্যারিস এবং ডেভিড ওয়ার্নার ওপেন করতে নামেন। মাত্র ৪ রানের মধ্যে প্রথম উইকেটের পতন হয় অজিদের। মাত্র ৩ রান করে ফিরে যান হ্যারিস। ব্রডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর পর ইনিংসের হাল ধরেন ওয়ার্নার এবং লাবুশানে। দু’জনে মিলে ১৭২ রানের পার্টনারশিপ করেন। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ওয়ার্নার। ৯৫ রান করে ফিরে যান তিনি।
প্রথম টেস্টের পর আবার নার্ভাস নাইন্টির শিকার ওয়ার্নার। বেন স্টোকসের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। এর পর ক্রিজে আসেন স্মিথ। লাবুশানে এবং স্মিথ দু’জনে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ২২১ রান। লাবুশানে ৯৫ রানে এবং স্মিথ ১৮ রানে অপরাজিত রয়েছেন। সুতরাং বোঝা যাচ্ছে বড় রানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড এবং বেন স্টোক্স একটি করে উইকেট নিয়েছেন।