খেলা-ধূলা
দ্বিতীয় টেস্ট জিতে অ্যাসেজ জয়ের আরও কাছে পৌঁছে গেল অস্ট্রেলিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রথম দু’টি টেস্টে জিতে অ্যাসেজ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে প্রথম টেস্ট জেতার পর অ্যাডিলেডে ১-০ এগিয়ে থেকে শুরু করেছিলে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডেও সেই জয়ের ধারা অব্যহত থাকল অজিরা। অথচ দ্বিতীয় টেস্ট শুরুর আগেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া।
দলের অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ব্যাগি গ্রিনদের। প্রায় সাড়ে তিন বছর পর দলকে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ। অধিনায়কত্বে ফিরেই ইংল্যান্ডকে ২৭৫ রানে হারিয়ে দিল স্মিথ বাহিনী। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া লাবুশানের ১০৩, ডেভিড ওয়ার্নারের ৯৫ এবং স্টিভ স্মিথের ৯৩ রানের ওপর ভর করে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে ডিক্লেয়ার দিয়েছিল। এরপর ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৩৬ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৩০ করে ডিক্লেয়ার দেয়। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ দাঁড়ায় ৪৬৮ রানের। কিন্তু দেখা যায় মাত্র ১৯২ রানেই অলআউট হয়ে যায় ইংরেজরা। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে চতুর্থ দিনের শেষে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল ইংল্যান্ড।
চতুর্থ দিনের শেষ বলে আউট হন অধিনায়ক জো রুট। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৬ উইকেট। পেসার জাই রিচার্ডসের পাঁচ উইকেটের সুবাদে জেতা আরও সহজ হয় অজিদের। এছাড়াও মিচেল স্টার্ক এবং ন্যাথন লিঁও দু’টি করে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ১০৩ এবং দ্বিতীয় ইনিংসে ৫১ রান করার সুবাদে ম্যচের সেরা হয়েছেন লাবুশানে। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর থেকে। এখন দেখা যাক ২-০ তে পিছিয়ে থাকা ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারে কি না!