বাংলার খবর
রাতের অন্ধকারে লোহার রড দিয়ে এটিএম লুঠের চেষ্টা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : সবার জানা এটিএম মেশিনের ভিতরে টাকা থাকে। সেই সুযোগে রাতের অন্ধকারে নিরাপত্তা কর্মীহীন এটিএম লুঠের চেষ্টার ছবি ধরা পড়ল। রবিবার গভীর রাতে জলপাইগুড়ির পাহাড়পুর সংলগ্ন একটি পেট্রোল পাম্পের পাশে থাকা এটিএম থেকে টাকা লুঠের চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে।
রবিবার রাতে পাম্পে তেল ভরার সময় লোহার রড হাতে এক যুবককে ওই এটিএমে ঢুকতে দেখেন এক ট্রাকচালক। তাঁর চিৎকারে পাম্পের কর্মীরা ছুটে গেলে এটিএম থেকে বেরিয়ে পালিয়ে যায় যুবকটি। গোটা বিষয়টি এটিএমে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই যুবক লোহার রড দিয়ে এটিএম মেশিন ভাঙার চেষ্টা করছেন। যদিও সে টাকা লুঠ করতে পারেনি বলেই জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি ও তদন্ত শুরু করেছে।