দেশের খবর
মহিলা জঙ্গির মুক্তির দাবিতে উপাসনালয়ে হামলা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাক মহিলা জঙ্গির মুক্তির দাবিতে টেক্সাসের ইহুদি উপাসনালয়ে হামলা চালাল দুষ্কৃতী। তারা একাধিক মার্কিন নাগরিককে পণবন্দি করে। দীর্ঘ আট ঘণ্টা পর বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থল থেকে পালাতে গিয়ে শেষ পর্যন্ত মার্কিন সোয়াট বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুষ্কৃতীর।
শনিবার টেক্সাসের কলিভিলের কনগ্রেগেশন বেথ ইহুদি উপাসনালয়ে ঘটনাটি ঘটে। প্রার্থনা চলাকালীন সেখানে ঢুকে হামলা চালায় এক বন্দুকবাজ। এরপরই ইহুদি পুরোহিত সহ পাঁচজনকে পণবন্দি করে ফেলে ওই দুষ্কৃতী। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছোয় টেক্সাস পুলিশ। কিন্তু পাক মহিলা জঙ্গিকে মুক্তি না দিলে পণবন্দিদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেয় ওই দুষ্কৃতী। পরিস্থিতি সামাল দিতে পৌঁছোয় সোয়াট বাহিনী। শেষ পর্যন্ত আট ঘণ্টা পর সকলকে মুক্তি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্ট করে ওই দুষ্কৃতী।
সেই সময় সোয়াট বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়। ঘটনার পর টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবেট টুইটে জানান, সকল পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। সকলেই সুস্থ এবং জীবিত আছেন। জানা গিয়েছে, যে জঙ্গির মুক্তির দাবিতে এই ঘটনা ঘটেছে তার নাম আফিয়া সিদ্দিকী। তিনি একজন পাক নিউরোসায়েনটিস্ট। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্তাদের খুনের চেষ্টার অভিযোগ রয়েছে আফিয়ার বিরুদ্ধে। ২০১০ সালে গ্রেফতার হন তিনি। বর্তমানে তিনি টেক্সাসের ফেডারেল কারাগারে বন্দি।