'এক পরিবার এক টিকিট', চিন্তন বৈঠকে বড় ঘোষণা কংগ্রেসের
Connect with us

দেশের খবর

‘এক পরিবার এক টিকিট’, চিন্তন বৈঠকে বড় ঘোষণা কংগ্রেসের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘পরিবারতন্ত্র’। কংগ্রেসের সঙ্গে ব্যাপকভাবে সম্পর্কিত এই একটি শব্দ। কংগ্রেসকে আক্রমণ শানাতে মাঝে-মধ্যে মোদি,শাহের মুখে শোনা যায় পরিবারতন্ত্র খোঁচার বাণী।

দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙ্গে তাহলে কংগ্রেস কি এবার ‘এক পরিবার এক টিকিট’ এই নীতিতে হাঁটবে? সূত্র বলছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ময়দানে নিজেদের ঘাঁটি শক্ত করতে এবার থেকে পরিবারতন্ত্রকে বাদ দিতে চলেছে কংগ্রেস। অপেক্ষা শুধু প্রস্তাবে কংগ্রেস হাইকম্যান্ডের সিলমোহর পরা।

শুক্রবার থেকে রাজস্থানের উদয়পুরে শুরু হয়েছে কংগ্রেসের চিন্তন বৈঠক। এই বৈঠক থেকেই ‘এক পরিবার এক টিকিট’ নিয়ে কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধী আলোচনা করবেন বলে জানা গিয়েছিল। সেইমত এদিন উদয়পুর থেকে কংগ্রেসের চিন্তন বৈঠকে শোনা গেল ‘এক পরিবার-এক টিকিট’এর কথা।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরি পন্ডিতের মৃত্যুর বদলা! এনকাউন্টারে নিহত ২ পাক জঙ্গি

সূত্রের খবর, কংগ্রেসের সংগঠন প্যানেল রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে মেয়াদের সময়সীমা নির্ধারণের কথা ভাবছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) এক সদস্য এদিনের আলোচনা সভায় বলেন, ”প্যানেলের সামনে একটি প্রস্তাব রয়েছে যে, কংগ্রেস নেতা-প্রতি দুটি রাজ্যসভার মেয়াদ নির্ধারণ করা দরকার। এরপরে তাঁরা লোকসভা বা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তবে তাঁদের রাজ্যসভায় তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির জন্য বিবেচনা করা উচিত নয়।”

শুধু রাজ্যসভার মেয়াদই নয়, ব্লক ও জেলাস্তর থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC) পর্যন্ত সমস্ত পদাধিকারীর মেয়াদ পাঁচ বছরের জন্য নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। এটি তিন বছরের শীতকালীন অধিবেশনের সময়ের দ্বারা অনুসরণ করা উচিত।

Advertisement

আরও পড়ুন: মন্ত্রী পুত্রের অভব্য আচরণ, নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন রাজীব বন্দ্যোপাধ্যায়

সূত্রের খবর, মেয়াদ শেষ হওয়ার পর পদত্যাগ করতে হবে বা অন্য নেতাদের জন্য পদ শূন্য করতে হবে। এই নেতাদের সংগঠনের মধ্যে স্থান দেওয়া যেতে পারে এবং অন্যান্য কাজ দেওয়া যেতে পারে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় মাকেন শুক্রবার একই প্রস্তাবের কথা উল্লেখ করেছেন এবং তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “যে কোনও ব্যক্তি যিনি অনেকদিন ধরে একই পদে আছেন। তাঁকে সেই পদ থেকে পদত্যাগ করতে হবে। যদি সেই ব্যক্তি আবার একই পদে ফিরে আসতে চান তবে তিন বছরের মধ্যে ফিরে আসা যাবে।”

Advertisement

পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় রেখে, পার্টির সাধারণ সম্পাদক অজয় ​​মাকেন শুক্রবার উদয়পুরে সংবাদমাধ্যমের সামনে বলেন যে,  ”প্রস্তাবগুলির মধ্যে একটি হল কংগ্রেসের নিজস্ব পাবলিক ইনসাইট বিভাগ এবং একটি মূল্যায়ন শাখা থাকা উচিত।” 

তিনি পাবলিক ইনসাইট ডিপার্টমেন্ট হবে পার্টির নিজস্ব অভ্যন্তরীণ বিভাগ যা জনগণের পরিমাপ করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ পরিচালনা করবে। এটি নির্বাচনের সময় একবার পরীক্ষা করা উচিত নয়। জনগণের সমস্যা এবং মন বোঝার জন্য, এই সমীক্ষাগুলি নিয়মিত ভিত্তিতে করা উচিত এবং সেই দিকটির জন্য এই বিভাগটি স্থাপন করা উচিত।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় অভব্য আচরণ উপমুখ্যমন্ত্রী ছেলের, তীব্র নিন্দা তৃণমূলের

Advertisement

অন্যদিকে, দলের মূল্যায়ন শাখাটি অভ্যন্তরীণ দিকগুলি দেখবে। এটি পদাধিকারী, নেতা-কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করবে। যারা তাঁদের দায়িত্ব ভালোভাবে পালন করছেন তাঁদেরই পদোন্নতি দেওয়া হবে, নয়তো তাঁদের সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.