অর্থনীতির বেহাল দশা, ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বাড়ছে শ্রীলঙ্কান শরণার্থীর সংখ্যা
Connect with us

দেশের খবর

অর্থনীতির বেহাল দশা, ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বাড়ছে শ্রীলঙ্কান শরণার্থীর সংখ্যা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রতিবেশী দেশ চিনের কাছ ঋণ নিয়ে দেউলিয়া হয়ে পড়েছে Srilanka। প্রবল অর্থনৈতিক সংকটে ভুগছে দেশটি। দেনার দায়ে জর্জরিত হয়ে পড়ায় ব্যাপক হারে বেড়ে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এই অবস্থায় নিরুপায় হয়ে দেশ ছাড়ছেন বহু শ্রীলঙ্কান অধিবাসীরা। ভারত মহাসাগর পার করে শরণার্থীদের মতো ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বিশেষ করে তামিলনাড়ুর একাধিক শহরে ভিড় করছেন তাঁরা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ভারত মহাসাগর অতিক্রম করে ভারতের মাটিতে পা রেখেছেন অন্তত দুই থেকে চারহাজার শ্রীলঙ্কান শরণার্থী। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হওয়ায় শ্রীলঙ্কার উদ্বাস্তুরা তামিলনাড়ুতে আসতে শুরু করেছে। মঙ্গলবার, ২২ মার্চ রামেশ্বরমের কাছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী চারজন শিশু সহ ছয় শ্রীলঙ্কান একটি পরিবারকে আটক করেছে। বর্তমানে ঐ পরিবারকে উপকূলীয় নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানো হয়েছে। অন্যদিকে বুধবার পাঁচ শিশুসহ আরও দশজন শ্রীলঙ্কান শরণার্থী ভারতীয় উপকূলে পৌঁছেছে। শরণার্থীদের মধ্যে শিভাশঙ্কারি নামের একজন বলেন, ”শ্রীলঙ্কায় বেঁচে থাকার কোনও উপায় না থাকায় তিনি দেশ ছেঁড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

আরও পড়ুন: শহীদ দিবসে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Advertisement

এদিকে সমুদ্র পার হওয়ার সময় ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় শ্রীলঙ্কান উদ্বাস্তুরা মাঝ সমুদ্রে আটকে পড়ে। এরপর তাঁরা সাগর পাড়ি দিয়ে মাঝরাতে ভারতের উপকূলে পৌঁছাতে সক্ষম হয়। এই বিষয়ে তামিল অনাবাসী পুণর্বাসন ও কল্যানমন্ত্রকের কমিশনার Jacintha Lazarus জানিয়েছেন, এর আগেও মোট ১৬ জন শ্রীলঙ্কার অধিবাসী তামিলনাড়ু এসে উঠেছে। এক দেশ থেকে অন্যদেশে আসার জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁদের আটক করা হয়েছে। তিনি আরি জানান, ইতিমধ্যে বিষয়টি তামিলনাড়ু সরকার এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। সরকারি তরফে তাঁদের বিষয়ে প্রয়োজনীয় রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এদেশে আগত শ্রীলঙ্কার নাগরিকদের জন্য বেশকিছু স্কীমের কথা ঘোষণা করেছেন। এই স্কীমের মধ্যে তামিলনাড়ুতে আগত
শ্রীলঙ্কানরা বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এবং বিশেষ প্রশিক্ষণমূলক কাজও শিখতে পারবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: লজেন্স খেয়ে যোগী রাজ্যে মৃত ৪ শিশু, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Advertisement

উল্লেখ্য, শ্রীলঙ্কার অর্থনীতি ডাউন থাকায় বর্তমানে সেদেশে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এক কেজি চালের দাম সেখানে ২৫০ থেকে ৩০০ টাকা। বেড়ে গিয়েছে দুধ,পেট্রল,ডিজেল সহ ওষুধপত্রের দামও।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.