ভাইরাল খবর
আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ, থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আলমারিতে সচরাচর জামা-কাপড় রাখা হয় বলেই আমরা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি আলমারি ঠাসা রয়েছে থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। যা দেখে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। এই বিপুল পরিমাণ টাকার মালিক কে, কোথা থেকেই বা এই এত টাকা পাওয়া গিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি ৫০০ টাকার বান্ডিল ঠাসা একটি আলমারির ছবি পোস্ট করেছেন। হায়দরাবাদের একটি ওষুধ সংস্থার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার হিসাব না দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগ পেয়েই ওই ওষুধ সংস্থার কার্যালয়ে সম্প্রতি অভিযান চালায় আয়কর দফতর। শোনা যাচ্ছে সেই কার্যালয়েরই একটি আলমারি থেকেই ঠাসা ৫০০ টাকার নোটের বান্ডিল বাজেয়াপ্ত করা হয়েছে।
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, ওই আলমারি থেকে মোট ১৪২ কোটি টাকার ৫০০ টাকার বান্ডিল পাওয়া গিয়েছে। যদিও সরকারিভাবে এই ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে যে ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় টাকাভর্তি এই আলমারির ছবি পোস্ট করেছেন তিনি মজা করে লিখেছেন, ‘যারা আলমারিতে এত টাকা রেখেছেন, আমার মনে হয় তারা জামা-কাপড় লকারে রাখেন।’