দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর পদ থেকে সরানো হল অরূপ বিশ্বাসকে! দায়িত্বে কুনাল ঘোষ ও শওকত মোল্লা
Connect with us

বাংলার খবর

দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর পদ থেকে সরানো হল অরূপ বিশ্বাসকে! দায়িত্বে কুনাল ঘোষ ও শওকত মোল্লা

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৌর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ঘরে-বাইরে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। প্রার্থী নিয়ে অসন্তোষ এবং বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আর এই পৌর ভোট নিয়ে দলের অন্দরে নেতৃত্বের মধ্যেও তৈরি হয়েছে বিভেদ।

এই বিক্ষোভ ও অসন্তোষ সামাল দিতে পৌর ভোটের জন্য জেলা ভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগ করেছে দল। পৌর ভোট সামলানোর জন্য জেলা ভিত্তিক দায়িত্ব নেতৃত্বের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এবার সেখানেও বিতর্ক। পুরভোটের কো-অর্ডিনেটর পদেও বদল করা হল। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব থেকে সরানো হল অরূপ বিশ্বাসকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। অরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছে বর্ধমানের দায়িত্ব। কিছুদিন আগেই অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এবার জাহাঙ্গিরের বিরোধী গোষ্ঠীর নেতা শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের পরই মঙ্গলবার জেলাভিত্তিক কো-অর্ডিনেটরদের নাম ঘোষণা করেছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূল সূত্রে খবর, দলনেত্রীর নির্দেশ কেন অমান্য করে কো-অর্ডিনেটর বদল করা হল, তা জানতে চেয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্টও তলব করেছে দলের শীর্ষ নেতৃত্ব। কিছুদিন আগেই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে ১০৮ টি পৌরসভার প্রার্থী তালিকা ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। তারপরে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হয়। দ্বিতীয় তালিকাটিতে স্বাক্ষর ছিল পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সীর। আর দ্বিতীয় তালিকটিকেই বৈধতা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, প্রথম তালিকাটি তৈরি করেছিল তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক। কিন্তু পরবর্তীতে দেখা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় প্রথম তালিকা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন তৃণমূল প্রার্থীরা। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, কেন এমনটা হল, তা জানতেই জেলা নেতৃত্ব কাছ থেকে রিপোর্ট তলব করেছে শীর্ষ নেতৃত্ব।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.