খেলা-ধূলা
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ৬৬ বছরের অরুণলাল! পাত্রী কে?

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রয়েছেন প্রথম স্ত্রী। তিনি অসুস্থ। তাই প্রথম স্ত্রীর শুশ্রূষা ও দেখভালের জন্যই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অরুণলাল। আগামী ২ মে ৬৬ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন ময়দানের প্রিয় লালজী।
কলকাতাতেই বসবে বিয়ের আসর। যদিও বিয়ে নিয়ে বাংলা রঞ্জি জয়ী দলের সদস্য তথা বর্তমানে বাংলা দলের কোচ অরুণলাল কিছু বলতে চাননি। পাত্রীর নাম বুলবুল সাহা। বয়স ৩৭। লালজী’র সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে কোনও দিনই লুকোছাপা করেননি অরুণলাল। ময়দানের ক্রিকেট প্রশাসক থেকে শুরু করে সমস্ত ক্রিকেটার তাঁদের এই সম্পর্কের কথা জানেন।
বছর দু’য়েক আগে রঞ্জি ফাইনালে বাংলার কোচ অরুণ লালের সঙ্গে সৌরাষ্ট্র গিয়েছিলেন বুলবুল। এবার সেই বন্ধুত্ব সাত পাকে বাঁধা পড়তে চলেছে। অরুণলালের প্রথম স্ত্রী রীনা খুবই অসুস্থ। সেই কথা জানেন বুলবুল। বেশ কয়েকবার রীনাকে বাড়িতে দেখতেও গিয়েছেন বুলবুল। শোনা যাচ্ছে রীনা দেবীর দেখভাল ও শুশ্রূষার সব দায়িত্ব নেবেন বুলবুল। দিল্লিতে জন্ম অরুণ লাল দিল্লির হয়েই প্রথম ক্রিকেট খেলা শুরু করেছিলেন। তারপরে তিনি চলে আসেন বাংলায়। ১৯৮৯-৯০ মরশুমের অনুযায়ী বাংলা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। সেবার কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর ১৮৯ রানের ইনিংস সকলের নজর কেড়েছিল। ফাইনালে দিল্লির বিরুদ্ধেও ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। মাঠ ও মাঠের বাইরে তিনি সবসময়ই একজন লড়াকু চরিত্র। ২০১৬ সালে ক্যান্সার ধরা পড়লেও মারণ রোগকে জয় করে স্বমহিমায় ফিরেছেন মাঠে।
আরও পড়ুন: দুর্দিনে সারা বিশ্বকে খাওয়ানোর সামর্থ্য রয়েছে ভারতের: মোদি
বর্তমানে তিনি বাংলা দলের কোচ। তাঁর কোচিংয়ে দু’বছর আগে রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এত ব্যস্ততার মধ্যেও অসুস্থ স্ত্রীর দেখভালে কোনও খামতি রাখেননি। পালন করেছেন সব দায়িত্ব। এবার আরও একটি নতুন দায়িত্ব নিতে চলেছেন ময়দানের প্রিয় লালজী। মাসখানেক আগেই বুলবুলের সঙ্গে এঙ্গেজমেন্টটা সেরে ফেলেছিলেন অরুণ লাল।
আরও পড়ুন: দলের ভিতরেই প্রকট গোষ্ঠীকোন্দল, দলীয় কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
এবার সামাজিকভাবে বিয়ের অনুষ্ঠান। জানা গিয়েছে, ২ মে, বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের মানুষজন ছাড়াও সিএবি-এর প্রশাসক, বাংলার বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন বিয়েতে। ইতিমধ্যেই বিয়ের আমন্ত্রণপত্র বিলিও শুরু হয়ে গিয়েছে।