দেশের খবর
বায়ুসেনার এলাকায় ঢুকে মোবাইলে ছবি তোলার অভিযোগে গ্রেফতার ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনেই স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৫ তম বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়েই চলছে নানান অনুষ্ঠান। সেইসঙ্গে বাড়ানো হয়েছে সতর্কতাও। এর মধ্যেই বায়ু সেনার এলাকায় ঢুকে মোবাইলের ছবি তোলার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাগডোগরা বিমানবন্দর লাগোয়া বায়ু সেনার ছাউনিতে। ধৃত ওই দুই যুবক বিহারের কিষানগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।
গত বুধবার দুপুরের দিকে একটি মোটরবাইকে চেপে ওই দুই যুবক হঠাৎই বাগডোগরা বিমানবন্দর লাগোয়া বায়ুসেনার ছাউনি এলাকায় ঢুকে পড়ে মোবাইলে ছবি তুলছিল বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ওই দুই যুবককে আটক করেন বায়ু সেনার আধিকারিকরা। এবং সন্ধ্যায় দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম মহম্মদ আমিন এবং মহম্মদ শাহজাহান। ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন ও মোটর বাইক আটক করেছে পুলিশ।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে এইভাবে ভিন রাজ্যের দুই যুবকের হঠাৎ করে বায়ু সেনার ছাউনিতে ঢুকে মোবাইলে ছবি তোলার বিষয়টিকে হালকা চোখে নিতে নারাজ প্রশাসন। তবে কেন তাঁরা বায়ু সেনার এলাকায় ঢুকে মোবাইলে ছবি তুলছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতিমধ্যেই ধৃত ওই দুই যুবককে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে কিষানগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করে ওই দুই যুবক সম্পর্কে তথ্য সংগ্রহের কাজও শুরু করেছে পুলিশ। ধৃত ওই দুই যুবক কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য হয়েই বায়ুসেনার ছাউনিতে ঢুকেছিল কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
সাধারণত বায়ুসেনার ছাউনিতে বিনা অনুমতিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন না। সেখানে ভিন রাজ্যের দুই যুবক বাইকে করে ঢুকে মোবাইলে কী করে ছবি তুলল, সেই নিয়েই প্রশ্ন উঠছে। ওই দুই যুবককে মোবাইলে ছবি তুলতে দেখেই সন্দেহ হয় জওয়ানদের। তাঁরাই ওই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। রাস্তা ভুল করে তাঁরা বায়ু সেনার এলাকায় ঢুকে পড়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন ধৃতরা। যদিও গোটা বিষয়টিকে পুলিশ এতটা সহজ ভাবে দেখতে নারাজ।