বাংলার খবর
৭ সাগরেদ সহ গ্রেফতার কসবার ত্রাস সোনা পাপ্পু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও পুলিশের জালে কসবার ত্রাস সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। ৮ মাস পর আবারও তাঁকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বালিগঞ্জ থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এছাড়াও কসবা থেকে গ্রেফতার করা হয়েছে সোনা পাপ্পুর আরও সাত সহযোগীকে। কিছুদিন ধরেই এলাকায় হামলা, অশান্তি, তোলাবাজির অভিযোগ উঠেছিল। সেই সব ঘটনায় সোনা পাপ্পু ও তাঁর ৭ সহযোগীর প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলেই অনুমান পুলিশের। সেই কারণেই সোনা-সহ তাঁর সহযোগীদের গ্রেফতার করেছে পুলিশ। সোনা পাপ্পুর বিরুদ্ধে এছাড়াও আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতদের শিয়ালদহ আদালতে তোলা হয়।
এর আগেও এই সোনা পাপ্পুর বিরুদ্ধে একাধিক খুন, হুমকি, তোলাবাজির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের ৯ সেপ্টেম্বর কসবার আরেক দুষ্কৃতী মুন্না পান্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে খুনের ছক কষেছিলেন সোনা। প্রেসিডেন্সি জেলের বাইরে ২৬ জনকে নিয়ে মুন্নাকে খুনের ছক কষেছিলেন সোনা। যদিও তাঁর সেই হামলার ছক ভেস্তে গিয়েছিল। ওই ঘটনায় গত বছরের ২৩ সেপ্টেম্বর কৈখালীর এক আবাসন থেকে সোনা পাপ্পুকে গ্রেফতার করেছিল পুলিশ। সোনা তৃণমূল করতেন বলেই জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন আদালতে পেশ করার সময় সোনা দাবি করেছেন, তিনি তৃণমূল করেন। সেইসঙ্গে বলেন, ‘লিডাররাই আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে।’ যদিও লিডার বলতে তিনি কাদের কথা বলতে চেয়েছেন, কারও নাম প্রকাশ্যে আনতে চাননি।