বাংলার খবর
চন্ডীতলায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার এক দুষ্কৃতী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চন্ডীতলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতি। সুপারি কিলার দিয়ে খুন করার উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুগলির চন্ডীতলার বাকসার বাসিন্দা শ্রীমন্ত সাঁতরাকে মারতে আসে তিন দুষ্কৃতি। শ্রীমন্তর ঘরের টালির চাল খুলে গুলিও চালায়। গুলি লক্ষ ভ্রষ্ট হয়।
চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। খবর পেয়ে চন্ডীতলা থানার পুলিশ হাজির হয়। এবং বাবন দে নামে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে। দুষ্কৃতিরা পাশের জঙ্গলে লুকিয়ে ছিল। তবে আরও দুই সঙ্গী এলাকা থেকে চম্পট দেয়। ধৃতকে জেরা করেই ঘটনার মূলচক্রী অমল মুহুরীকে গ্রেফতার করে পুলিশ। হুগলি গ্রামীনের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, জমি নিয়ে বিবাদের জেরেই শ্রীমন্ত সাঁতরাকে মারার পরিকল্পনা করেছিল অমল মুহুরী।
তার জন্যই তিনজন সুপারি কিলার ভাড়া করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর ওই দুষ্কৃতিরা রিষড়ার সুভাষ নগর এলাকার বাসিন্দা। শুক্রবার রাত দু’টো নাগাদ শ্রীমন্ত সাঁতরাকে মারার চেষ্টা করা হয়। খবর পেয়ে সময় মতোই পুলিশ পৌঁছে যায়। বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।অভিযুক্তদের হেফাজতে নিয়ে ঘটনার নেপথ্যে আর কারা আছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত দু’জনকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয়।