আন্তর্জাতিক
বরফে ঢাকা পাহাড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন সেনাবাহিনীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। বিভিন্ন জায়গার নানান ভাবে পালিত হচ্ছে। এবার প্রজাতন্ত্র দিবস পালন করে নজর কাড়লেন দেশের সেনাবাহিনী। ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করে নজির স্থাপন করলেন।
দেশের পাশাপাশি লাদাখ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশের বিভিন্ন সীমান্তে প্রজাতন্ত্র দিবস উদযাপন করল আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ)। কয়েক হাজার ফুট উচ্চতায় বরফে মোড়া সীমান্তে পতাকা উড়িয়ে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন আইটিবিপি জওয়ানরা।
লাদাখ সীমান্তে ১৫ হাজার ফুট উচ্চতায় মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় পতাকা ওড়ালেন আইটিবিপি জওয়ানরা। উত্তরাখণ্ড কুমায়ুন রেঞ্জেও ১২ হাজার ফুট উচ্চতায় আইটিবিপি জওয়ানরা ওড়ালেন জাতীয় পতাকা। গাইলেন জাতীয় সংগীত। হিমাচল সীমান্তে ১৬ হাজার ফুট উচ্চতায় প্রজাতন্ত্র দিবস পালন করলেন আইটিবিপি জওয়ানরা।