সত্যিই কি বিয়ে করছেন রশ্মিকা- বিজয়, নাকি শুধুই গুঞ্জন!
Connect with us

বিনোদন

সত্যিই কি বিয়ে করছেন রশ্মিকা- বিজয়, নাকি শুধুই গুঞ্জন!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : দক্ষিণ ভারতীয় ছবির অভিনেত্রী রশ্মিকা এখন বেশ পরিচিত। এর আগে তাঁকে অনেক ছবিতে দেখা গেলেও ‘পুষ্পা’ মুক্তির পর দক্ষিণী এই অভিনেত্রীর জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে। বিশেষত এই ছবিরই একটি গান ‘ স্বামী স্বামী ‘ এবং তার সঙ্গে অভিনেত্রীর নাচ দারুণভাবে নিয়েছে দর্শকমহল। এখন অনেক তরুণদেরই ক্র্যাশ ‘পুষ্পা’ এর এই অভিনেত্রী।

কিন্তু রশ্মিকার মনে কে আছেন, আর তাঁর সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিনা, সেটাই এখন বড় জানার বিষয়। বেশ কিছুদিন ধরেই রশ্মিকার সঙ্গে এক অভিনেতার নাম শোনা যাচ্ছে। তিনিও দক্ষিণ ভারতীয় ছবিরই অভিনেতা। তাঁদের প্রথম এক সঙ্গে দেখা গিয়েছিলো ‘গীত গোবিন্দম ‘ ছবিতে। তারপরই হয়তো শুরু এই জুটির সম্পর্ক। হ্যাঁ,ঠিকই ধরেছেন সেই অভিনেতা আর কেউ নন। তিনি হলেন বিজয় দেবারকোন্ডার। এই জুটিকে বেশ লেগেছিলো গীত গোবিন্দম ছবিতে। কিন্তু পুষ্পা মুক্তি পাওয়ার পর এই ছবির অভিনেতা আল্লু অর্জুনের কদর বেশ বাড়লেও বিজয়েরও ভক্ত সংখ্যা কোনও অংশে কম নয়। বিজয় এখন দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে সঙ্গে বলিউডেও ছবি করতে ইচ্ছুক।

একই ভাবে রশ্মিকার কাছেও বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করার সুযোগ আসছে। এর কারণেই তিনি মুম্বইয়ে একটি ফ্ল্যাট কিনেছেন বলেও জানা গিয়েছে। তবে এই দু’জনের প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও তাঁরা কেউই তাঁদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। বরং বিয়ের কথা প্রসঙ্গে রশ্মিকা জানিয়েছেন যে তাঁর নাকি এখনও বিয়ে করার বয়স হয়নি। আর সে কারণেই তিনি এখন কেরিয়ার তৈরিতেই বেশি করে ফোকাস করতে চান। যদিও জানা গিয়েছে, মুম্বইয়ের নতুন ফ্ল্যাটে বিজয় আর রশ্মিকা একসঙ্গেই থাকবেন। কিন্তু প্রেম বা বিয়ে নিয়ে তাঁরা কেউই এখন কিছু বলতে চান না।

Advertisement
Continue Reading
Advertisement