আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেলেন পশ্চিম মেদিনীপুরের অর্চিষা পরাশর
Connect with us

দেশের খবর

আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পেলেন পশ্চিম মেদিনীপুরের অর্চিষা পরাশর

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কয়েকদিন আগেই মুম্বইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে অবিভক্ত মেদিনীপুর জেলা তথা গোটা বাংলাকে গর্বিত করলেন বছর কুড়ির তরুণী অর্চিষা পরাশর।

ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন- ২০২১ সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাতকাতপুরের বাসিন্দা অর্চিষা। এই সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন। কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রতিযোগী হিসেবে গত ১৮ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল ক্লাব এর্মাল্যান্ডে অনুষ্ঠিত এই ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন অর্চিষা। ওই দিনই প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন হিন্দি চলচ্চিত্র ও সিরিয়াল জগতের অভিনেতা ও সঞ্চালক আমন বর্মা, রাজা মুরাদ, সিমরন আহুজা, গৌরব দেশমুখ-সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা। অর্চিষা মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের প্রয়াত অধ্যাপক চিকিৎসক ডাঃ অর্ধেন্দু শেখর মাইতির নাতনী। অর্চিষার বাবা সঞ্জীবন পাল পেশায় চাকুরীজীবী মা শাশ্বতী মাইতি পাল গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র কন্যা অর্চিষা। শুক্রবার মুম্বই থেকে খড়্গপুরের মাতকাতপুরে (মোহনপুর) নিজের বাড়িতে ফিরেছেন অর্চিষা। তিনি জানিয়েছেন, ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন কনটেস্টে ফার্স্ট রানার আপ হওয়ার পাশাপাশি, তাঁকে আরও দু’টো পুরস্কার বা সাব টাইটেল দেওয়া হয়েছে। তিনি ‘মিস বিউটিফুল আইজ’ এবং ‘মোস্ট ট্যালেন্টেড’ সাব টাইটেলের শিরোপাও পেয়েছেন। অর্চিষা এও জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি তিনমাস আগে থেকেই গ্রুমিং সেশনে অংশ নিয়েছিলেন।

Advertisement

এই প্রতিযোগিতার সব থেকে আকর্ষণীয় বিষয় ছিল, প্রত্যেক প্রতিযোগী সূচনা পর্বে বা ইন্ট্রোডাকশান রাউন্ডে তাঁদের নিজেদের রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছিলেন। অর্চিষার কথায়, ‘যা আমাদের মাতৃভূমি ভারতের সংস্কৃতি, ঐক্য ও বৈচিত্র্যকে ফুটিয়ে তুলেছিল।’ অর্চিষার বড়ো হয়ে ওঠা খড়্গপুরের মাতকাতপুরেই।আইআইটি খড়্গপুরের ডিএভি মডেল স্কুলে তিনি পড়াশোনা করেছেন। বর্তমানে কলকাতায় এনএসএইচএম নলেজ ক্যাম্পাসে বিসিএ পড়ছেন। এছাড়াও নাচ করতে ও ছবি আঁকতে খুবই ভালোবাসেন অর্চিষা। আন্তর্জাতিক স্তরে নৃত্যেও পুরস্কার ছিনিয়ে নিয়ে এসেছেন অর্চিষা। অক্টোবরের গোড়াতে ওড়িশাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘নৃত্য সুরভী শ্রী’ পুরস্কার পেয়েছেন।

পাশাপাশি, বেশকিছু বিজ্ঞাপনে মডেলিংও করেছেন। এছাড়াও গত জুলাইয়ে কলকাতায় অনুষ্ঠিত ‘মিস এশিয়া কোলকাতা’ প্রতিযোগিতাতেও বিজয়ী হয়েছেন অর্চিষা। এ বছরের গোড়াতে দীঘাতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ‘সেরা নৃত্যশিল্পী’ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অর্চিষার এই সাফল্যে খুশি পরিবার পরিজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা। মুম্বইয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল গ্ল্যাম আইকন- ২০২১ সৌন্দর্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছেন নাগপুরের সুজাতা গাবাই।

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বিখ্যাত ব্যাগ ডিজাইনার তানিয়া ওয়াহাব, নেপালের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সুনয়না চৌধুরী সহ অন্যান্যরা। তবে এখানেই থেমে থাকতে চান না অর্চিষা। পড়াশুনা শেষ করার পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে আরও বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে খেতাব জেতাই তাঁর পরবর্তী লক্ষ্য বলেই জানিয়ে দিয়েছেন মেদিনীপুরের গ্ল্যামার কুইন।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.