বিদেশের খবর
পরিমনির দিকে বিশ্বাসের হাত বাড়িয়ে দিলেন অপু বিশ্বাস
যে পুরুষ লোক সমাজে তার নিজের স্ত্রীকে সম্মান করতে পারেনা তার সাথে আর থাকতে চান না নায়িকা

বেঙ্গল এক্সপ্রেস: বাংলাদেশী নায়ক ও নায়িকা শরিফুল রাজ এবং পরীমনিকে নিয়ে তো হচ্ছে তুমূল আলোচনা। শরিফুল রাজের কাণ্ডকারখানার জন্য পরীমনি আর তার সঙ্গে থাকতে চান না। যে পুরুষ লোক সমাজে তার নিজের স্ত্রীকে সম্মান করতে পারেনা তার সাথে আর থাকতে চান না নায়িকা।
ঝামেলা না মিটিয়ে দুজনেই একে অপরের দিকে কাদা ছুড়তে ব্যস্ত। তবে এই রকম কঠিন পরিস্থিতিতে ভরসার হাত বাড়িয়ে দিলেন অপু বিশ্বাস। রাজ এবং পরীমনির দুজনেরই খুব কাছের মানুষ অপু। পড়ে এবং রাজ এর সন্তান রাজ্যের জন্মের পরেও অপু বিশ্বাস পরিমনির বাড়িতে গিয়ে রাজ্যকে দেখে এসেছে। কিছুদিন আগে প্রকাশ্যে পরিমনি হাও হাও করে কেঁদে ফেলেছিলেন তার এইসব ঘটনা নিয়ে।
আরও পড়ুন-এই বলিউড অভিনেত্রীদের একেবারে উচ্চতা কম, তবে বলিউড কাঁপাচ্ছেন
আর এমন সময় অপু বিশ্বাস বলেন এখন পরীমনির পাশে থাকাটা অত্যন্ত দরকার আমাদের। এক হাতে তো আর তালি বাজে না তেমনি প্রত্যেকটি ভুলেরও দোষ দুজনের ওপরেই পড়ে। কিন্তু দিনশেষে আমরা ছেলেদের চেয়ে মেয়েদেরকে বেশি দোষী বলে অভ্যস্ত করি। পরীকে ভেঙে না পড়ার আশ্বাস দিয়েছেন অপু। অপু বিশ্বাস বলেছেন এখন তাকে আরো শক্ত হওয়া দরকার যাতে তাকে দেখে আর দশটা মানুষ শিখতে পারে। অপু বিশ্বাসের জীবনও কিন্তু কম জল ঘোলা হয়নি। অপু বিশ্বাসের বিয়ের পর থেকে শাকিব খানকে নিয়ে বিভিন্ন বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী।
নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে সম্পর্ক প্রথমে জনসমক্ষে লুকিয়ে রেখে ছিলেন। পরবর্তীতে নায়িকা অপু বিশ্বাস এবং নায়ক শাকিব খানের পুত্র সন্তান হওয়ার পর সবটা প্রকাশ্যে এনেছিলেন নায়িকা। অপু বিশ্বাসের সঙ্গে ঘর ভাঙ্গার পর বাংলাদেশের আরেক নায়িকা বুবলির সঙ্গে সংসার পেতেন নায়ক শাকিব খান কিন্তু সেই সম্পর্ক টেকেনি তার। অপু বিশ্বাসের শাকিব খানের ছেলের জয় বাবার সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে যদিও তাদের মা-বাবার মধ্যে কোন সম্পর্ক নেই কিন্তু মায়ের সঙ্গে ছেলের এবং বাবার সঙ্গে ছেলের অনেক মজবুত একটা সম্পর্ক রয়েছে।