বিধায়ক তথা অভিনেতা সোহমের আপ্তসহায়ক এবার পুলিশের জালে!
Connect with us

রাজনীতি

বিধায়ক তথা অভিনেতা সোহমের আপ্তসহায়ক এবার পুলিশের জালে!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।

বিধায়ক নির্বাচিত হওয়ার পর হুগলির কোন্নগরের বাসিন্দা সজল মুখোপাধ্যায়কে তাঁর আপ্তসহায়ক নিযুক্ত করেন। এরপর থেকেই সজলের বিরুদ্ধে বিধায়কের নাম করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগ আসতে থাকে। প্রথম দিকে গুরত্ব না দিলেও অভিযোগের সংখ্যা বাড়তে থাকে। খবর পাওয়া গিয়েছে, দ্রুত কাজ করে দেওয়া, কোনও পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে সজল। এই খবর কানে আসতেই গোপনে খোঁজ খবর নিতে শুরু করেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী।

কয়েকজনের সঙ্গে কথা বলে পরিষ্কার হয়ে যান যে তাঁর নাম ভাঙিয়ে টাকা তুলছেন সজল। এরপরেই চন্ডিপুর থানায় খবর দেন বিধায়ক নিজে। এবং তাঁর আপ্তসহায়ক সজল মুখোপাধ্যায়কে চন্ডিপুর থানার পুলিশের হাতে তুলে দেন। চন্ডিপুর থানার পুলিশ সজলকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

Advertisement