রাজ্য পুলিশে ১৬০০ পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৭ জুন
Connect with us

বাংলার খবর

রাজ্য পুলিশে ১৬০০ পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগ, আবেদনের শেষ তারিখ ২৭ জুন

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যজুড়ে প্রায় ১৬০০- এর বেশি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ১৪১০ জন পুরুষ কনস্টেবল ও ২৫৬ জন মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার শেষ তারিখ ২৭ জুন।

২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী যাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হবে তাঁরাই আবেদন করতে পারবেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি-দের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় আছে। হোম গার্ডের চাকরি করার পূর্ব অভিজ্ঞতা থাকলেও বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাওয়া যাবে। আবেদনকারীকে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদ বা সমগোত্রীয় কোনও বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। আবেদনকারীদের অবশ্যই বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে। তবে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ের জেলাগুলির আবেদনকারীদের জন্য এই শর্ত প্রযোজ্য হবে না।
আবেদনকারীদের প্রথমে

ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbprb.applythrunet.co.in এ ঢুকতে হবে। তারপর ওয়েবসাইটের হোমপেজে ঢুকে The Post Of Constables/Lady Constables in Kolkata Police 2022 লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর Apply Online অপশনে ক্লিক করতে হবে। এরপর একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লাই করতে হবে। তারপর যে ফর্মটি আসবে সেটি পূরণ করে সাবমিট করতে হবে। এছাড়াও একই ভাবে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in থেকেও আবেদন করতে পারবেন ইচ্ছুক আবেদনকারীরা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.