বিনোদন
টলি,বলি ছেড়ে এবার ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও রহস্যজনক মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস: টলিউড এবং বলিউডের পর এবার ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রহস্যজনক মৃত্যু। মৃত্যু হয়েছে রে ভোজপুরি সিনেমার পরিচালক সুভাষচন্দ্র তেওয়ারির।
সুভাষ চন্দ্র দেওয়ার এর শুটিং এর জন্য তিনি শোন ভদ্র জেলার তিরুপতি হোটেলে থাকছিলেন। বুধবার সকালে তাকে অনেক ডাকাডাকি করা হয় কিন্তু তিনি সাড়া না দেওয়ায় দরজা ভেঙে ভিতরে যায় সবাই। আর তখনই দেখেন যে পরিচালকের নিথরদেহ পড়ে রয়েছে। দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেখান থেকে রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শনভদ্র জেলা তে।
উত্তর প্রদেশের পুলিশ সুপারিনটেনডেন্ট যশবির সিং বলেন হোটেল থেকে পরিচালকের দেহ উদ্ধার করা হয়েছে কিন্তু তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আশঙ্কার বিষয় এই যে গতকালের নির্দেশ পাণ্ডে নামক এক অভিনেতার দেহ মহারাষ্ট্রের ইগতপুরির একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। আর এবার মারা গেলেন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ডিরেক্টর সুভাষচন্দ্র তেওয়ারি।