বিনোদন
অভিনয়ের পাশাপাশি CBSE-তে ৯২%! ‘পূবের ময়না’ ঐশানীর কৃতিত্বে চমকে গেলেন সকলে

চলতি বছরের CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই বছর পরীক্ষার মাত্র ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করে বোর্ড। যাঁরা টেলিভিশনের নিয়মিত দর্শক, তাঁদের কাছে পরিচিত মুখ ‘পূবের ময়না’ ধারাবাহিকের নায়িকা ঐশানী দে, যিনি এই বছর দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ডের পরীক্ষা দিয়েছিলেন।
তারকা খ্যাতির পাশাপাশি শিক্ষাজীবনেও নজরকাড়া ফল করেছে ঐশানী। Bengal Xpress-এর তরফে ফোন করা হলে, ঐশানী দে ব্যস্ত থাকায় তাঁর মা অঞ্জনা দে মুখোপাধ্যায় মেয়ের রেজাল্ট নিয়ে মুখ খোলেন। তিনি জানান, “ঐশানী এবারে ৯২ শতাংশ নম্বর পেয়েছে। এটা সত্যিই আমাদের কাছে অভাবনীয় ছিল। কারণ ও শ্যুটিংয়ের ফাঁকে পরীক্ষা দিয়েছে। অনেক সময় রাতে মাত্র ১-২ ঘণ্টা পড়ার সুযোগ পেত। তবুও ৩টি বিষয়ে ও প্রায় ১০০-র কাছাকাছি নম্বর পেয়েছে — পেইন্টিং, পলিটিক্যাল সায়েন্স এবং মাস মিডিয়া।”
আরও পড়ুন – মাইক্রোসফটে ফের বড়সড় কর্মী ছাঁটাই, ৬ হাজারেরও বেশি কর্মী হারাবেন চাকরি
মোট ৬০০ নম্বরের মধ্যে ঐশানীর প্রাপ্ত নম্বর ৫৩০। এই তিনটি বিষয়ের পারফরম্যান্সের ভিত্তিতে CBSE-র অল ইন্ডিয়া র্যাঙ্কিং-এ ১২.৫ স্থানে রয়েছে ঐশানী। ঐশানীর মা আরও জানান, “আমি ভাবিনি এত ভালো করবে, কারণ ওর পড়ার সময় ছিল খুব কম। তবুও ওর এক জেদ ছিল — অভিনয় করে পড়াশোনা করা যায় না, এই প্রচলিত ধারণাটাই ভাঙতে চেয়েছিল। সেই চেষ্টায় ও সফল হয়েছে।”
ভবিষ্যতে কী পড়তে চায় ঐশানী?
এই প্রশ্নের উত্তরে অঞ্জনা দে মুখোপাধ্যায় বলেন, “এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ও মিডিয়া বা ফিল্ম স্টাডিজ পড়তে চায়, আবার ভাষাতত্ত্ব নিয়েও আগ্রহ আছে। এমনকি IAS বা IFS-এ বসারও ইচ্ছে রয়েছে। যেহেতু পলিটিক্যাল সায়েন্সে ভালো নম্বর পেয়েছে, সেটিকেও বিকল্প হিসেবে ভাবছে।”
তবে কি অভিনয়ে ইতি?
উত্তরে ঐশানীর মা জানান, “না, অভিনয়টা ও চালিয়ে যাবে। তবে এবার হয়ত ধারাবাহিকের সময়সাপেক্ষ কাজ নয়, বরং ফিল্ম বা ওয়েব সিরিজে কাজ করতে চায় — যাতে পড়াশোনা ও অভিনয় একসাথে চালিয়ে যেতে পারে।” অভিনয় এবং শিক্ষার মধ্যকার ভারসাম্যের অসাধারণ উদাহরণ হয়ে উঠেছেন ঐশানী দে — টিভি পর্দার তারকা ও পড়ুয়া, দুই পরিচয়েই সমান উজ্জ্বল।