বাংলার খবর
জাকির হোসেনকে পূর্ণ মন্ত্রী করার দাবি অধীরের, তৃণমূলে যোগ দিলেন নবগ্রামের বিজেপি প্রার্থী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গতকালই জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে। দু’টি আসনেই জিতেছে তৃণমূল। তারপরও খবরের শিরোনামে মুর্শিদাবাদের রাজনীতি। জঙ্গিপুর থেকে ৯২ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জাকির হোসেনকে পূর্ণ মন্ত্রী করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিপুল ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় জাকির হোসেনের জায়গা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
সোমবার বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘জঙ্গিপুরে বিশাল ব্যবধানে জিতেছেন জাকির। আমরা ওর বিরুদ্ধে প্রার্থী দিইনি। আমাদের কংগ্রেস কর্মীরাও জাকিরকে ভোট দিয়েছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও জাকির জিতেছেন। ওঁর ভালো গুণগুলো দেখেই মানুষ এত ভোট দিয়েছেন। মুর্শিদাবাদের মানুষ হিসাবে জাকিরকে মন্ত্রীসভায় জায়গা দেওয়ার দাবি জানাচ্ছি।’ এর আগে মমতার মন্ত্রীসভায় শ্রম দফতরের প্রতিমন্ত্রী ছিলেন জাকির। গত বছর ফেব্রুয়ারি মাসে নিমতিতা রেল স্টেশনে বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন তিনি। সেই ঘটনার তদন্ত এখনও চলছে। এ বারেও জাকিরকেই জঙ্গিপুর থেকে প্রার্থী করেন মমতা। স্ট্রেচারে শুয়েই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যবধানে জিতেছেন তিনি। সেই কারণেই তাঁকে পূর্ণ মন্ত্রী করার দাবি জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
এদিকে মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। সোমবার নবগ্রামের শিবপুরে এক সভায় গত বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী মোহন হালদার তৃণমূলে যোগ দিলেন। তিনি ছাড়াও তৃণমূলে যোগ দিলেন নবগ্রাম ৩ নম্বর মন্ডল সভাপতি হাবল চন্দ্র মন্ডল। এছাড়াও ৫০০ জন রাজনৈতিক কর্মী বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, চেয়ারম্যান তথা বিধায়ক কানাই চন্দ্র মন্ডল, নবগ্রামের ব্লক সভাপতি মহঃ এনায়েতুল্লাহ। তৃণমূলে যোগ দেওয়ার পর মোহন হালদার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কর্মকান্ড সবার মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তিনি তৃণমূলের দলীয় পতাকা গ্রহণ করলেন।