বাংলার খবর
স্বাস্থ্য পরীক্ষা করাতে ফের এসএসকেএমে অনুব্রত

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বাস্থ্য পরীক্ষা করাতে ফের এসএসকেএমে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ট্রেডমিলে হাঁটা যাবে না, হার্টের সমস্যা রয়েছে। বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক, জানিয়েছেন চিকিৎসকেরা। দাবি অনুব্রত মণ্ডলের।
উল্লেখ্য, এর আগে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বেড়িয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত। সেখানে তাঁকে জরুরি বিভাগে পরীক্ষা করা হয়। এসএসকেএম-এ রুটিন চেকআপ করা হয় অনুব্রত মন্ডলকে। তারপর তাঁকে উডবার্ণ ব্লকে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, গরুপাচার মামলায় এনামুল হককে গ্রেফতারের পর জেরায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, গতবছর এপ্রিলে প্রথমবার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানোর পর, গত ১৩ মাসে তদন্তে আরও অনেক তথ্য উঠে এসেছে। এরপর চলতি বছরের ১৪ ও ২৫ ফেব্রুয়ারি, ১৫ মার্চ, ৬ ও ২৪ এপ্রিল, মোট ৬ বার নোটিস পাঠানো হয়। শারীরিক অসুস্থতা-সহ বিভিন্ন কারণে হাজিরা এড়িয়ে যান অনুব্রত। এরপরই এসএসকেএমে ভর্তি করা হয় তাঁকে।
গত ৬ এপ্রিল সিবিআই-র কাছে হাজির হতে কলকাতায় এসেছিলেন অনুব্রত। তবে সিবিআই দফতরের বদলে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে। তাঁর চিকিৎসার জন্য গঠিত হয় মেডিক্যাল বোর্ড। টানা ১৭ দিন হাসপাতালে ছিলেন বীরভূমের তৃণমূল নেতা।