গাড়ি দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, দেহরক্ষীর শিশুকন্যা সহ মৃত ২
Connect with us

বাংলার খবর

গাড়ি দুর্ঘটনার কবলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, দেহরক্ষীর শিশুকন্যা সহ মৃত ২

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাসপাতাল থেকে ছাড়া পেয়েও কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না বীরভূম জেলা তৃণমূলের সভাপতি Anubrata Mandal। এবার ইদের বাজার করতে যাওয়ার পথে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষীর বছর ছয়ের মেয়ে সহ মাধব কৈবর্ত নামের এক ব্যক্তি। যদিও ঘটনার সময় গাড়িতে ছিলেন না তাঁর নিরাপত্তারক্ষী সাইগল হোসেন।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বীরভূমের ইলামবাজার চৌপাহারি জঙ্গলের কাছে ওই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সাইগল হোসেনের বছর ৬-এর মেয়ে ও মাধব কৈবর্ত নামে এক ব্যক্তির। সূত্রের খবর, দুর্গাপুর থেকে ইদের বাজার করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পারের মুখোমুখি এসে সরাসরি ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: শরীর ভালো নেই! CBI হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে দুর্গাপুর থেকে ইদের কেনাকাটা করে ফিরছিল সাইগেল হোসেনের পরিবার। একটি গাড়িতে স্ত্রী সহ পরিবারের সদস্যদের নিয়ে ছিলেন সাইগেল। অন্য গাড়িতে তাঁর বন্ধুর সঙ্গে ছিল বছর ছয়েকের মেয়ে। চৌপাহারির জঙ্গলের কাছে দ্বিতীয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। এরপর গাড়ির যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বোলপুর হাসপাতালে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁদের কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রতকে CBI তলব, নিজাম প্যালেস হাজিরার নির্দেশ

উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। তাঁর হৃদযন্ত্রে দু’টি ব্লকেজ ধরা পড়েছে। সেই কারণে তাঁকে বেশ কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। সেই টেস্টের রিপোর্ট দেখে তাঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা। আপাতত তাঁকে চার সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সমস্ত পরীক্ষার রিপোর্ট এসে গেলে আবার তাঁকে চেকআপে আসতে হবে।

Advertisement