শুরু পেটে-বুকে ব্যাথা, SSKM এর সাড়ে ১২ নম্বর কেবিনে অনুব্রত
Connect with us

রাজনীতি

শুরু পেটে-বুকে ব্যাথা, SSKM এর সাড়ে ১২ নম্বর কেবিনে অনুব্রত

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যাওয়ার কথা ছিল CBI-এর নিজাম প্যালেসে।  এদিন সকাল ১০.৪৫-এ চিনারপার্কের বাড়ি থেকে বেরিয়েও মা উড়ালপুল থেকে গাড়ি ঘুরে গেল SSKM হাসপাতালের দিকে। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর। বুকে কিছু সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। যারফলে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন  অনুব্রত মণ্ডল। যদিও তাঁকে এখনই ভর্তি করা হবে কি না সেই বিষয়ে হাসপাতাল সূত্রে কিছু জানা যায়নি। 

এদিকে, বীরভূমের এই তৃণমূল নেতার শারীরিক পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল টিম। সূত্রের খবর, অনুব্রতর বুকে ও পেটে সমস্যা রয়েছে। শারীরিক অবস্থার পরীক্ষা হবে অনুব্রতর। 

উল্লেখ্য, মঙ্গলবারই বোলপুর থেকে কলকাতায় আসেন  বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  আজ কী তিনি নিজাম প্যালেসে CBI দফতরে হাজিরা দেবেন? সেই উত্তর এখনও অধরা থাকলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে বুধবার CBI দফতরে হাজিরা দিতে পারেন তিনি।

Advertisement

আরও পড়ুন: SSKM হাসপাতালে অনুব্রতের গাড়ি, শুরু হয়েছে বুকে ব্যাথা

ইতিমধ্যে চিনারপার্কের বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মা উড়ালপুলে রয়েছে  অনুব্রত মণ্ডলের গাড়ি। কোথায় যাচ্ছেন তিনি? তাহলে কি আজ CBI-এর কাছে হাজিরা দেবেন অনুব্রত? যদিও তাঁর হাজিরা নিয়ে টানটান উত্তেজনা রাজনৈতিক মহলে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা নিজাম প্যালেস। রয়েছে কেন্দ্রীয় বাহনী। 

আরও পড়ুন:  তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার

Advertisement

এদিকে, গরু পাচারকাণ্ডে এই নিয়ে পঞ্চমবার তাঁকে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছিল CBI। এর আগেও নানা অছিলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা এড়িয়েছেন তিনি। জানা গিয়েছে এবার হাজিরা এড়ালে অনুব্রতর বিরুদ্ধে কোর্টে যেতে পারে CBI। সূত্রের খবর, গরু পাচারকাণ্ডে তাঁর প্রশ্নের উত্তরে সিবিআই যদি সন্তুষ্ট না হয় তাহলে তাঁকে জেরা করার জন্য নিজেদের হেপাজতে নেবে সিবিআই। নিয়ে যাওয়া হতে পারে ওড়িশার ভুবনেশ্বরে।

 

Advertisement