বাংলার খবর
সিবিআই হাজিরা দিন আবারও হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের কোনও নেতাকে সিবিআই তদন্তের জন্য ডাকলেই সেই নেতা সোজা অসুস্থতার অজুহাত দেখিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে যান। এ রীতি অনেকদিন ধরেই চলে আসছে। সেই রকম চিত্র আরও একবার ধরা পড়ল।
ভোট-পরবর্তী হিংসা মামলায় তদন্তের জন্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গত ২ ফেব্রুয়ারি ডেকে পাঠায় সিবিআই। বীরভূম জেলার ইলামবাজারে বিজেপি কর্মীকে খুন করার তদন্তের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে তখনও দেখা করেননি অনুব্রত মণ্ডল। অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। আবার তাঁকে গরু পাচার তদন্তের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলে সিবিআই। গত ১৪ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি দেননি। আবারও তাঁকে শুক্রবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল সিবিআই।
কিন্তু হাজিরা না দিয়ে অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বীরভূমের তৃণমূল নেতা। জানা গিয়েছে, শুক্রবার সকালে শ্বাসকষ্ট শুরু হয় অনুব্রত মণ্ডলের। পাশাপাশি রক্তচাপ বাড়তে থাকে। এরপরেই তাঁকে বীরভূম জেলার সিয়ান মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথমে বেজেপি কর্মী খুন তারপর গরু পাচার, দু’টি মামলারই সিবিআই তলব এড়ালেন অনুব্রত মণ্ডল। সিবিআই-এর দাবি, গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যাওয়ায় এবার সিবিআই কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।