বাংলার খবর
সিবিআই তদন্ত এড়াতে ফের হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সিবিআই তদন্ত এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআই-এর তরফ থেকে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও গরু পাচার মামলায় নোটিশ পাঠানো হয়েছিল।
আজ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু আবারও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত। আইনজীবী মারফত শারীরিক অসুস্থতার সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে। ভোট-পরবর্তী হিংসা মামলাতেও সিবিআই অনুব্রত মণ্ডলকে নোটিশ দিয়েছিল। কিন্তু তখন তিনি অসুস্থ বলে হাজিরা দেননি।
এবার সিবিআই-এর তরফ থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। ভোট-পরবর্তী হিংসা মামলায় গ্রেফতারি এড়াতে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বীরভূম তৃণমূল সভাপতি। হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। এবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল আরও একবার হাইকোর্টের দ্বারস্থ হন কিনা সেদিকে নজর রাখা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, অনুব্রত মণ্ডলের সময়টা হয়তো খুব একটা ভালো যাচ্ছে না। একের পর এক ঘটনায় যেভাবে সিবিআইয়ের জালে জড়িয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল তাতে কিন্তু চিন্তা বাড়ছে।