বাংলার খবর
রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নির্বাচন পরবর্তী হিংসায় উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য। রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির অভিযোগ, তাদের ৫৫ জন কর্মী খুন হয়েছেন এবং বহু কর্মী ঘর ছাড়া।
সারা রাজ্যের মতো বীরভূমেও খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। বীরভূমের ইলামবাজারে পিটিয়ে খুন করা হয় গৌরব সরকারকে। এরপর ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডলের নাম উঠে আসে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠায় সিবিআই।
কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল হাজিরা না দেওয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। হাজিরা ও গ্রেফতারি এড়াতে এবার হাইকোর্টে রক্ষাকবজ চেয়ে আবেদন করলেন অনুব্রত মণ্ডল। তাঁর আইনজীবী জানিয়েছেন, অনুব্রত মণ্ডল তদন্তের জন্য সমস্ত রকম সহযোগিতা করবেন। কিন্তু তাঁকে যেন গ্রেফতার না করে সিবিআই। অর্থাৎ, নিজের গ্রেফতারি এড়ানোর জন্য রক্ষাকবজ চেয়ে আবদন করলেন অনুব্রত মণ্ডল। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি।